শিরোনাম
◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ১১:২৩ দুপুর
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০ বছরে মিয়ানমারে দারিদ্র সর্বোচ্চ পর্যায়ে

রাশিদুল ইসলাম : [২] মিয়ানমারে জাতিসংঘের শীর্ষ স্থানীয় মানবাধিকার বিষয়ক কর্মকর্তা অ্যানড্রু কির্কউড বলেছেন, দেশটির জনগণ বেঁচে আছেন এক ভয়াবহ সঙ্কটের মধ্যে। ভার্চুয়াল এক ব্রিফিংয়ে তিনি বলেন, সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে সহায়তার প্রয়োজনীয়তা তিনগুণ বৃদ্ধি পেয়েছে। দেশটির অর্ধেক জনসংখ্যা অর্থাৎ ২ কোটি মানুষ দারিদ্র এবং ৩০ লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন। ইরাবতী

[৩] তিনি বলেন, দেশটিতে ভয়াবহ সাম্প্রদায়িক বিভক্তি বৃদ্ধির কারণে সেখানে সঙ্কট বাড়ছেই। এই পরিস্থিতির জন্য আরো যেসব ঘটনা দায়ী তা হলো- গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারকে ক্ষমতাচ্যুত করেছে সেনাবাহিনী। এর সঙ্গে যুক্ত হয়েছে করোনাভাইরাস মহামারি, যা এই গ্রীষ্মে মিয়ানমারে এক মারাত্মক সংক্রমণ ঢেউ সৃষ্টি করে।

[৪] অ্যানড্রু কির্কউড বলেন, কার্যত, মিয়ানমারে আমরা দেখেছি একটি সঙ্কটের পরেই আরেকটি সঙ্কট শুরু হচ্ছে। জাতিসংঘ খাদ্য ও অর্থ সহায়তামূলক কর্মসূচি পৌঁছে দিয়েছে কমপক্ষে ১৪ লাখ মানুষের কাছে। পুরো মিয়ানমারের গ্রামীণ জনপদে এই সহায়তা দেয়া হয়েছে। আবার কিছু শহর এবং উপশহরেও তা দেয়া হয়েছে। অ্যানড্রু কির্কউড বলেন, আমরা জীবন রক্ষা করছি। আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করছি।

[৫] মিয়ানমারে মানবিক সহায়তা বিষয়ক ভারপ্রাপ্ত এই সমন্বয়ক উল্লেখ্যযোগ্য অপারেশনাল চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সড়কপথে অবরোধ। দেশের ভিতরে সফরের ক্ষেত্রে বিভিন্ন বাধা। করোনা মহামারিতে বিধিনিষেধ। তা ছাড়া আছে সার্বিক অনিরাপত্তা। তার ভাষায়, আমরা অসহায় মানুষদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিতে কর্মীদের এবং ওই সহায়তা নিয়ে যেতে নিরাপদ সুবিধা দেয়ার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছি।

[৬] তিনি বলেন, ৩০ লাখ মানুষের সহায়তার জন্য ৩৮ কোটি ৫০ লাখ ডলার অর্থ দেয়ার অনুরোধ করেছি। এখন পর্যন্ত আমরা এর মাত্র এক তৃতীয়াংশ পেয়েছি। এর অর্থ হলো আমাদের এখনও ২৫ কোটি ডলার অর্ধের ফারাক রয়েছে। যেসব মানুষের সহায়তা প্রয়োজন তাদের সবার কাছে আমরা পৌঁছতে সক্ষম হবো না। তিনি বলেন, মিয়ানমারে মানুষের মাঝে আবেগ খুব বেশি । অনেক মানুষ হতাশ হয়ে পড়েছেন। অনেক মানুষ মানবিক সহায়তা পাবেন কিনা তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়