শিরোনাম
◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৯:৩১ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৯:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে সহপাঠিকে অপহরণের অভিযোগে মামলা

জাহিদুল কবীর: [২] যশোরে হিন্দু ধর্মাবলম্বি এক নারীকে (২৬) বিভিন্ন প্রলোভন দেখিয়ে অপহরণের অভিযোগে হাসান আল মামুন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই নারীর ছোট ভাই (যশোর শহরের নিউ বেজপাড়া গয়ারাম রোডের বাসিন্দা) মামলাটি করেন। হাসান আল মামুন শহরতলীর চাঁচড়া এলাকার ইছাহাক আলীর ছেলে।

[৩] এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই নারী (২৬) লেখাপড়া শেষ করে বাড়িতে থাকে। আসামি হাসান আল মামুন এবং ওই নারী এক সময় একই সাথে কলেজে লেখাপড়া করতো। তারা পরস্পর বন্ধু ও সহপাঠি। তখন থেকে মামুনের সাথে পরিচয়। সে প্রায় সময় ওই নারীর বাড়িতে যাতায়াত করতো। কলেজে যাতায়াতের পথে প্রায় সময় ওই নারীকে উত্যক্ত এবং প্রেমের প্রস্তাব দিতো মামুন। কিন্তু ওই নারী রাজি হতো না। ফলে তাকে অপহরণের ষড়যন্ত্র করে আসছিল।

[৪] গত ২৪ সেপ্টেম্বর বিকেলে ওই নারী তার এক আত্মীয়র বাড়িতে অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বেজপাড়া নিউ এক্সটেনশনরোডের তিন রাস্তার মোড়ে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা আসামি মামুন ও তার সহযোগিরা জোর করে ওই নারীকে একটি গাড়িতেদ করে রানার অফিসের দিকে চলে যায়।

[৫] পরে ওই নারীর ভাই প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পেরে আসামির পিতা-মাতার সাথে যোগাযোগের চেষ্টা করেন। প্রথমে তারা ওই নারীকে ফেরৎ দেয়ার কথা বলে। পরে ফেরৎ না দিয়ে কালক্ষেপন করে। এই কারণে থানায় এজাহারে দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়