সুমাইয়া মিতু: [২] ইয়েমেনের পূর্ব দিকে অবস্থিত আল-মাহারা প্রদেশের গুহাটি প্রায় ৯৮ ফুট প্রশস্ত, গভীরতা প্রায় ৩৬৭ ফুট। গুহাটিকে ঘিরে রয়েছে বহু কাল্পনিক এবং রহস্যময় ঘটনা। গুহা অনুসন্ধানকারী দলের মধ্য থেকে ১০ জন ইতিহাসে প্রথম বারের মত গুহাটির একদম নিচ পর্যন্ত প্রবেশ করেছে। অ্যানসিয়েন্ট অনিজিনস
[৩] গুহাটিতে প্রবেশকারীদের মধ্যে মোহাম্মদ কিনদি এএফপিকে জানান, আমরা অনুভব করেছি এটি একটি এমন জায়গা যা ইয়েমেনের রহস্যময় ইতিহাস উন্মোচিত করবে।
[৪] স্থানীয় মানুষরা বিশ্বাস করে, গুহাটি মূলত একটি শয়তানের কারাগার এবং এখান থেকে আসা অসহনীয় গন্ধটি আসে সেই শয়তানের অন্ত্র থেকে। সম্পাদনা: সাকিবুল আলম