শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৬:২২ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোবেল পুরষ্কার ২০২১: এগিয়ে আছে কোভিড টিকায় ব্যবহৃত আরএনএন প্রযুক্তি

লিহান লিমা: আগামী ৪-১১ অক্টোবর স্টকহোম এবং অসলোতে চিকিৎসা বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, অর্থনীতি এবং নোবেল শান্তি পুরষ্কার দেয়া হবে। নোবেলজয়ীদের তালিকা সুরক্ষিত থাকলেও বিশেষজ্ঞরা বলছেন, আরএনএ নিয়ে গবেষণা (যা ফাইজার/বায়োএনটেক এর টিকার মূল ভিত্তি) চিকিৎসা বা রসায়নের জন্য বিবেচিত হতে পারে। রয়টার্স

সুইডিশ বিজ্ঞান সাংবাদিক উলরিকা বজর্কস্টেন বলেন, নোবেল কমিটি এমআরএনএ টিকা প্রযুক্তিকে পুরষ্কার না দিলে ভুল হবে। তিনি সম্ভাব্য বিজয়ী হিসেবে হাঙ্গেরির ক্যাটালিন কারিকো এবং যুক্তরাষ্ট্রের ড্রু ওয়েইসম্যানের কথা বলেন যাদের গবেষণার ফল কাজে লাগিয়ে উৎপাদিত হয় প্রথম এমআরএনএ টিকা। এছাড়া সেল কমিউনিকেশন, ইমিউন সিস্টেমের কার্যক্রম, স্তন্য ক্যান্সার জিন আবিষ্কার, এপিজেনেটিক্স এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধও সম্মানিত হতে পারে।

শান্তি পুরষ্কার পেতে পারেন বেরারুশের বিরোধী দলীয় নেত্রী শ্বেতলানা তিখানোভস্কায়া বা জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। এর আগে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবে আহমদ যুদ্ধে জড়িয়ে পড়ায় এবং মিয়ানমারের নেত্রী অং সান সু চি রোহিঙ্গা গণহত্যাকে সমর্থন করায় শান্তি পুরষ্কার ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলো।

গতবছরের নোবেল শান্তি জিতেছিলো বিশ্ব খাদ্য কর্মসূচী। অন্যান্য বিশেষজ্ঞরা মনে করেন, তথ্য ও সাংবাদিকদের অধিকারের জন্য রিপোটার্স উইদাউট বর্ডার বা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট এই তালিকায় আসতে পারে।

সাহিত্য পুরষ্কারের জন্য চিরাচরিত ইউরেপাপীয় এবং উত্তর আমেরিকান ধারা থেকে কমিটি বের হয়ে আসবে বলে প্রত্যাশা করেছেন সুইডিশ সাহিত্য সমালোচক জোনাস থেন্তে। তিনি বলেন আমি বিশ্বাস করি ভিন্ন সংস্কৃতির কারো নাম আসবে। যেমন ৪৪ বছর বয়সী নাইজেরিয়ান বংশোদ্ভুত চিমামান্ডা এনগোজি আদিচি। কয়েক বছর ধরে স্টকহোমের সাহিত্য চর্চায় আছে হাঙ্গেরির পিটার নাদাস, কানাডার মার্গারেট অ্যাটউড, সিরিয়ান কবি অ্যাডোনিস এবং সোমালিয়ান লেখক নুরুদ্দিন ফারাহের নাম উঠে এসেছে। সেই সঙ্গে ভারতের বিক্রম শেঠ, চীনের লিয়াও ইইউ এবং মোজাম্বিকান লেখক মিয়া কৌতোর মতো নতুন নামও উঠে এসেছে।

এবারও মহামারীর কারণে ডিসেম্বরে স্টকহোমে জমকালো অনুষ্ঠানে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হবে না। বিজয়ীরা নিজ দেশে তার পুরষ্কার পাবেন। অসলোতে শান্তি পুরষ্কার সরাসরি দেয়া হবে কি না তা এখনো সিদ্ধান্ত নেয়া হয় নি। এ বছর বিজয়ীরা ১.১৩ মিলিয়ন মার্কিন ডলার সম্মাননা পাবেন তবে যদি যৌথভাবে কেউ পুরষ্কার পান তারা এটি ভাগ করে নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়