শিরোনাম

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০২:২৭ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফসান চৌধুরী: চুল কাটার অভিযান

আফসান চৌধুরী: ১৯৭২-৭৩ সালের দিকে ঢাকায় চুল কাটার অভিযান চলে কিছুদিন। মোড়ে মোড়ে পুলিশ লম্বা চুলওয়ালা ছেলেদের ধরে ধরে চুল কেটে দিতো। কোনো কর্তৃপক্ষ বেশি বড় চুল পছন্দ করে না , এতে বেয়াদপির গন্ধ আছে। তাছাড়া যে বিষয়টা বোধহয় কাজ করতো সেটা হলো যুদ্ধের পর অনেক বেত্তমিজ যোদ্ধার লম্বা দাঁড়ি চুল ছিলো, সরকারবিরোধী দলের কয়েকজন নেতার ছিলো। অতএব বড় চুল -দাড়ির একটি রাজনৈতিক চেহারা দাঁড়িয়ে যায়। সেটা প্রতিবাদের প্রতীক হয়ে যায় কিছু মানুষের কাছে। কিন্তু পাবলিক এই কাটাকাটি পছন্দ করেনি। মানে এতো সমস্যা থাকতে ‘বাল কাটা’ এতো গুরুত্বপূর্ণ কেন, এই প্রশ্নই বড় হয়ে যায়। অতএব ‘বাল কাটার অভিযান’ বন্ধ হয়, চুল কাটার কাজ সেলুনে চলে যায়। একটা খবর দেখে মনে পড়লো। লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক

  • সর্বশেষ
  • জনপ্রিয়