শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পাননি ড. ইউনূস: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৬ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাদিয়াকে আমরা হারিয়েছি, এই মৃত্যু একটি হত্যাকাণ্ডের মতো হয়েছে : ডা. শাহাদাত

রিয়াজুর রহমান : [২] নালায় পড়ে মৃত্যুবরণকারী সাদিয়ার বাসায় সমবেদনা জ্ঞাপনকালে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন আরো বলেন- বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে নালা -নর্দমা সংস্কার কাজে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। যারা এখানে জোরজবরদস্তি করে চট্টগ্রামের শাসক করছে তথাকথিত মেয়র, মন্ত্রী -এমপি হয়েও তারা চট্টগ্রামকে একটি যুদ্ধবিধ্বস্ত নগরীতে পরিণত করেছে। কোন রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে দুর্নীতি আর দুর্নীতি।

[৩] আওয়ামী লীগের কথিত উন্নয়নে মানুষ আজ অতিষ্ঠ। ভোট ডাকাতির সরকারের কাছে মানুষের জানমালের নিরাপত্তা নেই।

[৪] আমরা দেখেছি গত দুই মাস আগেও মুরাদপুরে উম্মক্ত ড্রেনে পড়ে সালেহ আহমদ নামে এক ব্যক্তি নিহত হয়েছে অথচ এখনো ওই ব্যক্তি মৃতদেহটিও পর্যন্ত খুঁজে পাওয়া যায় যায়নি! এর দায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এড়াতে পারে না। তারপরেও সিটি কর্পোরেশন কেন নালা- নর্দমা সংস্কার ব্যবস্থা গ্রহণ করেনি? নিজেদের ব্যর্থতা ঢাকতে সিটি কর্পোরেশন দোষ দেয় সিডিএকে,সিডিএ দোষ দেয় সিটি করপোরেশনকে।

[৫] তিনি বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) খোলা নালায় পড়ে কলেজ ছাত্রী সেহরিন মাহমুদ সাদিয়ার মৃত্যুর ঘটনায় পরিবার পরিবারের প্রতি সমবেদনা জানাতে বাসায় গেলে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

[৬] ডা.শাহাদাত হোসেন আরো বলেন, সাদিয়া, সালেহ আহমেদের মৃত্যুর দায় কার? কাদের অবহেলার কারণে আজ অকালে ঝরে পড়েছে এসব প্রাণ? এর জবাব সরকারকে দিতে হবে। একজন আরেকজনকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। নিজেদের দায় স্বীকার করে লজ্জা থাকলে মেয়র ও সিডিএ চেয়ারম্যানকে পদত্যাগ করার আহ্বান জানান তিনি।

[৭] এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, দেশে আজ গনতন্ত্র নেই, ভোটাধিকার নেই। আওয়ামী লীগ মানুষের অধিকার কেড়ে নিয়েছে। নিজেদের অবৈধ ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে দেশের মানুষকে জিম্মি করে রেখেছে। কথা বললেই মামলা, গ্রেফতার নির্যাতন চালিয়ে আসছে। এ অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশে গনতন্ত্র ভোটাধিকার ও কথা বলার অধিকার ফিরিয়ে আনতে পারলেই এসব অপকর্ম, অপমৃত্যু বন্ধ করা সম্ভব হবে।

[৮] উল্লেখ্য, সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া দশটার দিকে নগরের আগ্রাবাদে ড্রেনে পড়ে নিখোঁজ হন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সেহেরীন মাহবুব সাদিয়া। দীর্ঘ ৫ ঘন্টা পর দিবাগত রাত ৩ টা ১০ মিনিটে নিখোঁজের স্থান থেকে ৩০ গজ দূর থেকে মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এছাড়া গত মাসে মুরাদপুরে পানির স্রোতে খোলা ড্রেনে পড়ে সবজি ব্যবসায়ী সালেহ আহমেদ নিখোঁজ হয়েছিলেন। কিন্তু এক মাসের বেশি সময় পার হলেও তার খোঁজ এখনো মিলেনি৷ষশ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়