সুমাইয়া মিতু:[২] জার্মানির বন্দর নগরীতে টর্নেডো থেকে উৎপন্ন হয়েছে এক বিরল জলঘূর্ণি যা মানুষকে নৌকা থেকে ফেলে দিচ্ছে এবং সম্পদের ক্ষয়-ক্ষতি করছে। বিবিসি
[৩] স্থানীয় পুলিশ জানিয়েছে, কিয়েলের ফেরিঘাটে চারজন ব্যাক্তি গুরুতর আহত হয়েছে। আহতদেরকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাতাসের বেগ ছিলো ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার। বাতাসের বেগে কিছু ঘর-বাড়ির ছাদ এবং গাছ-পালা উড়ে গেছে। উদ্ধার কাজে দমকলকর্মীসহ ৬০ জন উদ্ধারকারী নিয়োগ দেয়া হয়েছে।
[৪] সাধারণত জলঘূর্ণি সমুদ্র অথবা বিভিন্ন জলাশয় থেকে উৎপন্ন হয়ে থাকে। এর আয়ুষ্কাল খুবই কম হয়ে হয় তবে অল্প সময়েই এটি প্রকৃতির ব্যাপক ক্ষয়-ক্ষতি করে থাকে। সম্পাদনা:সাকিবুল