মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-৪ এর কমান্ডার মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন।
[৩] তিনি বলেন, ‘আমরা তার বিরুদ্ধে বড় ধরনের কিছু পাইনি। তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে’।
[৪] তিনি বলেন, সে বিভ্রান্তির মধ্যে ছিলো। আমরা তাকে এসব বিষয়ে সতর্ক করেছি।
[৫] বনী আমিনের বাবা আব্দুল জলিল বলেন, ‘আমাদের র্যাবের পক্ষ থেকে ডাকা হয়। তারা আমার ছেলে সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে আমার কাছে একটা কাগজে স্বাক্ষর নিয়ে দেড়টার দিকে ছেলেকে আমাদের কাছে দিয়ে দেয়। আমরা এখন বাড়িতে যাচ্ছি’।
[৬] এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় ক্যাম্পাসের পার্শ্ববর্তী গেরুয়া এলাকায় ভাড়া মেস থেকে তাকে বনি আমিনকে তুলে নিয়ে যাওয়া হয়। সম্পাদনা : খালিদ আহমেদ