স্পোর্টস ডেস্ক: [২] ফিনান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম হিসেব করে দলবদলে আগামী জানুয়ারিতে সবচেয়ে বেশি ৬৫ কোটি ইউরো খরচ করতে পারবে রিয়াল মাদ্রিদ।
[৩] ক্লাবগুলোর আয় ও ব্যয়ের হিসেব বিবেচনা করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। আর্থিক ব্যবস্থাপনায় বার্সেলোনার চেয়ে অনেক এগিয়ে রিয়াল মাদ্রিদ। ২০২১-২২ মৌসুমে বার্সার তুলনায় প্রায় আট গুণ বেশি খরচ করতে পারবে লস ব্লাঙ্কোস।
[৪] বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা, খেলোয়াড় বিক্রি থেকে লাভ এবং গত মৌসুমে বাজেটের আওতায় খরচ করায় রিয়ালের বাজেট সীমা এবার এত বেশি। রিয়ালের ৬৫ কোটির বিপরিতে কাতালান জায়ান্ট বার্সেলোনা খরচ করতে পারবে ৯ কোটি ৮০ লাখ ইউরো। মার্কা