সাকিবুল আলম: [২] পিট স্টোকস নামের একজন সাইক্লিস্ট অ্যাডিলেডের রাস্তায় সাইকেল চালিয়ে ৩০ বছর আগের নির্ভানার নেভারমাইন্ড অ্যালবামের কাভারটি নতুন করে তৈরি করেছেন। ল্যাড বাইবেল
[৩] তিনি জানান,সঙ্গীত ব্যান্ডটির নেভারমাইন্ড অ্যালবাম মুক্তির তিরিশ বছর উদযাপনের জন্যই তিনি এ কাজটি করেছেন।
[৪] পিট স্টোকস,১৫০ কিলোমিটার সাইক্লিং করে অ্যাডিলেডের রাস্তায় অ্যালবামটির প্রচ্ছদে ব্যবহৃত পুলে উলঙ্গ শিশুর ছবি আঁকতে সমর্থ হন। ছবিটি স্পষ্টভাবে ধরা পড়ে গুগল ম্যাপে।
[৫] তিনি তার এই সৃষ্টিকে জিপিএস আর্ট হিসেবে আখ্যায়িত করে বলেন, কাজটি করতে আট ঘণ্টা সময় লেগেছিলো।
[৬] এদিকে অ্যালবাম কাভারের সেই শিশু স্পেনসার অ্যালডেন, মতামত না নিয়ে তার উলঙ্গ ছবি প্রকাশ করার জন্য নির্ভানার বিরুদ্ধে এ বছরই মামলা করেছেন।