শিরোনাম
◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩৮ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওপেনিংয়ের নেমে মমিনুলের ঝড়ো সেঞ্চুরি

মাহিন সরকার : [২] প্রথম ওয়ানডতে বিসিবি এইচি দলের বিপক্ষে দাপটে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আবারো মাঠে নেমেছে মুশফিকররা। ম্যাচটি শুরু হয়েছে সকাল ৯ টায়। যা সরাসরি স¤প্রচার করছে বিসিবির ফেইসবুক পেজ।

[৩] চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছে এ দল। ওপেনিংয়ে নেমে সুমন-রেজাউরদের একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে উড়ন্ত সূচনা করেন মমিনুল হক ও নাজমুল হাসান শান্ত। ২৭ রানে জীবন পাওয়া মমিনুল তুলে নেন ফিফটি। অন্যপ্রান্তে শান্তও ফিফটির দেখা পেয়েছেন।

[৪] অসাধারণ ব্যাটিংয়ে দুজন ১৫৪ রানের জুটি গড়েন। এরপর শান্ত রেজাউের বলে ৬৭ রান করে ফিরলেও দারুণ শতক তুলে নেন মমিনুল হক। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৩৮ ওভার শেষে এ দলের সংগ্রহ ১ উইকেটে ২১৬ রান। মমিনুল ১১২(১১২) ও মুশফিক ৩২(৩১) রানে অপরাজিত আছেন।

[৫] বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, রুবেল হোসেন, সৌম্য সরকার, নাঈম শেখ (প্রথম দুই ম্যাচের জন্য) মোহাম্মদ সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মোহাম্মদ মিঠুন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহি, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শহিদুল ইসলাম ও ইমরুল কায়েস।

[৬] বিসিবি হাই পারফরম্যান্স স্কোয়াড : তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম ইমন, ইমরানউজ্জামান ইমরান, আকবর আলি, মিনহাজুল আবেদিন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া, শামীম হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়