ডেস্ক রিপোর্ট : বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় পরিচালিত কোস্ট গার্ডের ওই অভিযানে তক্ষক পাচারকারী মো. বাবুল হাওলাদারকে (৫০) আটক করা হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান জানান, বাংলাদেশ কোস্ট গার্ডের বরিশাল স্টেশন পরিচালিত অভিযানে আটক ব্যক্তিকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া তক্ষক তিনটি বনে অবমুক্ত করার উদ্দেশ্যে বন কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলানিউজ