শিরোনাম
◈ ফরিদপুরে আসন পুনর্বিন্যাস নিয়ে অসন্তোষ, যা বলছেন ইসি সচিব ◈ পুলিশের ৯ কর্মকর্তাকে যে কারণে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৮ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় পালিত সন্তান নিয়ে ঝগড়া, গৃবধূর আত্নহত্যা

বগুড়া প্রতিনিধি: [২] নন্দীগ্রামে প্রত্যন্ত অঞ্চলে পালিত সন্তান নিয়ে ঝগড়ায় শামিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নিজ শয়ন ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। শামিমা উপজেলার সোনাপুকুরিয়া গ্রামের আজিজুল হকের স্ত্রী।

[৩] স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাপুকুরিয়া গ্রামে তিন মাস পুর্বে একই গ্রামের রেহেনা নামের এক নারীর ছয় মাস বয়সী ছেলে সন্তান আব্দুল্লাহকে পালিত হিসেবে গ্রহণ করেন শামিমা আক্তার। রেহেনা পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় তার সন্তানকে দেওয়ার পাশাপাশি ভরণ-পোষণ বাবদ ৩০হাজার টাকা শামিমাকে দেয়। তিন মাস পর আব্দুল্লাহকে রাখতে পারবে না বলে রেহেনাকে জানিয়ে দেয়। এতে রেহেনা ৩০ হাজার টাকাসহ আব্দুল্লাহকে ফেরত চায়। কিন্তু শামিমা টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়।

[৪] গত মঙ্গলবার বিকেলে রেহেনার বোন সফুরা বেগম শামিমার বাড়ীতে গিয়ে টাকাসহ সন্তান ফেরত চায়। এ নিয়ে দুইজনের মধ্যে বাক বিতন্ডতা ও হাতাহাতি হয়। একপর্যায়ে রেহেনার পরিবারের লোকজন শামিমার বাড়ী থেকে আব্দুল্লাহকে নিয়ে চলে যায়। বুধবার সকালে নিজ শয়ন ঘরে শামিমার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদেন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।।

[৫] নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এ প্রতিবেদক-কে বলেন, নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে জানা যায়নি মামলা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়