শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৮ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় পালিত সন্তান নিয়ে ঝগড়া, গৃবধূর আত্নহত্যা

বগুড়া প্রতিনিধি: [২] নন্দীগ্রামে প্রত্যন্ত অঞ্চলে পালিত সন্তান নিয়ে ঝগড়ায় শামিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নিজ শয়ন ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। শামিমা উপজেলার সোনাপুকুরিয়া গ্রামের আজিজুল হকের স্ত্রী।

[৩] স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাপুকুরিয়া গ্রামে তিন মাস পুর্বে একই গ্রামের রেহেনা নামের এক নারীর ছয় মাস বয়সী ছেলে সন্তান আব্দুল্লাহকে পালিত হিসেবে গ্রহণ করেন শামিমা আক্তার। রেহেনা পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় তার সন্তানকে দেওয়ার পাশাপাশি ভরণ-পোষণ বাবদ ৩০হাজার টাকা শামিমাকে দেয়। তিন মাস পর আব্দুল্লাহকে রাখতে পারবে না বলে রেহেনাকে জানিয়ে দেয়। এতে রেহেনা ৩০ হাজার টাকাসহ আব্দুল্লাহকে ফেরত চায়। কিন্তু শামিমা টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়।

[৪] গত মঙ্গলবার বিকেলে রেহেনার বোন সফুরা বেগম শামিমার বাড়ীতে গিয়ে টাকাসহ সন্তান ফেরত চায়। এ নিয়ে দুইজনের মধ্যে বাক বিতন্ডতা ও হাতাহাতি হয়। একপর্যায়ে রেহেনার পরিবারের লোকজন শামিমার বাড়ী থেকে আব্দুল্লাহকে নিয়ে চলে যায়। বুধবার সকালে নিজ শয়ন ঘরে শামিমার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদেন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।।

[৫] নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এ প্রতিবেদক-কে বলেন, নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে জানা যায়নি মামলা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়