শিরোনাম
◈ অভিবাসন নীতিতে কঠোরতা; ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল ◈ ঋণের ফাঁদে আমরা ইতিমধ্যেই পড়েছি—এনবিআর চেয়ারম্যানের সতর্কবার্তা ◈ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে যে কঠোর বার্তা দিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দেশি পর্যবেক্ষক নিবন্ধন সম্পন্ন: ইসি অনুমোদন দিয়েছে ৮১ সংস্থাকে ◈ মঞ্চে গালি দেওয়ায় ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হলো সাবেক সমন্বয়ককে, ভিডিও ভাইরাল ◈ আসিফ আকবর–ওমর সানীর ‘শব্দযুদ্ধ’ চরমে: ব্যক্তিজীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ সানীর ভিডিওবার্তা ভাইরাল ◈ জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক (ভিডিও) ◈ দেশের মা‌টি‌তে ৩ ফরম্যাটের সিরিজ খেলে জাতীয় দল থে‌কে অবসর নি‌তে চান সাকিবআল হাসান ◈ যুদ্ধ বিধস্ত সি‌রিয়া ও ফি‌লি‌স্তিন ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে ◈ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৮ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় পালিত সন্তান নিয়ে ঝগড়া, গৃবধূর আত্নহত্যা

বগুড়া প্রতিনিধি: [২] নন্দীগ্রামে প্রত্যন্ত অঞ্চলে পালিত সন্তান নিয়ে ঝগড়ায় শামিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নিজ শয়ন ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। শামিমা উপজেলার সোনাপুকুরিয়া গ্রামের আজিজুল হকের স্ত্রী।

[৩] স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাপুকুরিয়া গ্রামে তিন মাস পুর্বে একই গ্রামের রেহেনা নামের এক নারীর ছয় মাস বয়সী ছেলে সন্তান আব্দুল্লাহকে পালিত হিসেবে গ্রহণ করেন শামিমা আক্তার। রেহেনা পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় তার সন্তানকে দেওয়ার পাশাপাশি ভরণ-পোষণ বাবদ ৩০হাজার টাকা শামিমাকে দেয়। তিন মাস পর আব্দুল্লাহকে রাখতে পারবে না বলে রেহেনাকে জানিয়ে দেয়। এতে রেহেনা ৩০ হাজার টাকাসহ আব্দুল্লাহকে ফেরত চায়। কিন্তু শামিমা টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়।

[৪] গত মঙ্গলবার বিকেলে রেহেনার বোন সফুরা বেগম শামিমার বাড়ীতে গিয়ে টাকাসহ সন্তান ফেরত চায়। এ নিয়ে দুইজনের মধ্যে বাক বিতন্ডতা ও হাতাহাতি হয়। একপর্যায়ে রেহেনার পরিবারের লোকজন শামিমার বাড়ী থেকে আব্দুল্লাহকে নিয়ে চলে যায়। বুধবার সকালে নিজ শয়ন ঘরে শামিমার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদেন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।।

[৫] নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এ প্রতিবেদক-কে বলেন, নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে জানা যায়নি মামলা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়