মাকসুদ রহমান:[২] ২০২২ সালের শেষ নাগাদ দেশটির প্রতিটা এফ-৫ যুদ্ধ বিমানের ইজেকশন সিটে নতুন এমকে-১৬ সিট বসানো হবে। নতুন এই সিট প্রস্তুত করেছেন মার্টিন বেকার। অ্যারোটাইম হাব
[৩]চলতি বছরের মার্চ মাসে প্রথম এই পরিবর্তনের ঘোষণা দেয় দেশটির এয়ার ক্রাফট। ট্রেনিং কালে দুই পাইলটের মৃত্যুর কিছু দিন পরই এই সিন্ধান্ত নেয়া হয়। প্রাথমিক তদন্তে পাওয়া যায়, বিমান চালকের মাথায় আঘাত পাওয়ার পর রক্তপাত ঘটে।মূলত মস্তিষ্কের আঘাতেই তার মৃত্যু ঘটেছে।
[৪] দেশটির পার্লামেন্টে পররাষ্ট্র সম্পর্ক এবং জাতীয় প্রতিরক্ষা কমিটির মাঝে শুনানির পর দেশটির এয়ার ফোর্স প্রধান হুয়াং জিউই জানান,এমকে-১৬এর নতুন ৭০টি আসনের জন্য চুক্তি হয়েছে অনুরুপ সিট ডাসেল্ট রাফায়েল ও ইউরোফাইটার টাইফুন ব্যবহার করে। সম্পাদনা: সাকিবুল আলম