লক্ষ্মীপুর প্রতিনিধি: [২] লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে জেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
[৩] জেলা পরিষদের উদ্যোগে বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পরিষদের হল রুমে এক আলোচনা সভা শেষে এসব সামগ্রী বিতরণ করা হয়।
[৪] জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকার সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, আইনুল আহমেদ তানবীর ও জেলা পরিষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।