শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৩ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঠবাড়িয়ায় সকল প্রকার অপরাধ দমনে ডিবি পুলিশের কার্যক্রম শুরু

জুলফিকার আমীন: [২ ]মাদক নির্মূল, ইভটিজিং, কিশোর গ্যাংসহ নানা অপরাধ দমনে মঠবাড়িয়ায় ডিবির কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার টিকিকাটা ইউনিয়ন পরিষদের দোতলায় অফিসটি নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ অফিস থেকেই পেশাগত দায়িত্ব পালন ও অফিস কার্যক্রম পরিচালনা শুরু করা হয়েছে।

[৩] ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি বিশেষায়িত ইউনিট। এটি বেশিরভাগ ক্ষেত্রে স্পর্শকাতর মামলার তদন্ত কার্যক্রম ও বিশেষ অভিযানে কাজ করে।

[৪] পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ বিভাগ ও উত্তর বিভাগ নামে দুটি নতুন শাখা চালু করেছে। পিরোজপুর জেলার পিরোজপুর সদর, নেছারাবাদ (স্বরূপকাঠি), নাজিরপুর ও ইন্দুরকানি থানা এলাকা নিয়ে জেলা গোয়েন্দা শাখা উত্তর বিভাগ। এটি পিরোজপুর পুলিশ সুপারের কার্যলযের ডিবি অফিস থেকে পরিচালিত হচ্ছে। অপর দিকে মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও কাউখালী থানা এলাকা নিয়ে জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ বিভাগ নামে নতুন শাখা চালু করা হয়েছে। যাহা মঠবাড়িয়া পৌর শহর সংলগ্ন টিকিকাটা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের দোতালায় নতুন কার্যালয় থেকে পরিচালিত হচ্ছে।

[৫] মঠবাড়িয়ায় অফিস নিয়ে ৯ সেপ্টেম্বর থেকে স্থায়ীভাবে ডিবি পুলিশের কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই অপরাধ অনেকটা কমে এসেছে। জনমনে স্বস্তি ফিরে এসেছে। দায়িত্ব পালনের শুরুতেই মঠবাড়িয়া থানায় হামলা মামলার আসামী কিশোর গ্যাং এর এক সদস্যকে গ্রেপ্তার করায় ডিবি পুলিশের প্রতি সাধারন মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে।

[৬] জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পিরোজপুর জেলা দক্ষিণ বিভাগের নতুন এই শাখার প্রথম অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আসলাম উদ্দিন।

[৭] অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. ইব্রাহিম জানান, পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এখন থেকে দুই ভাগে দায়িত্ব পালন করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এ উদ্যোগের ফলে এতদঞ্চলের অপরাধ দমন ও মাদক উদ্ধারসহ বিশেষ অভিযানে ডিবি পুলিশ সক্রিয়ভাবে কাজ করবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়