শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:১৪ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমার সমস্যা শাকিব খানের সঙ্গে, আর কারো সঙ্গে কোনো সমস্যা নেই’

ইমরুল শাহেদ: বিষয়টি গুরুত্বপূর্ণ না হলেও গুরুত্ব পাচ্ছে। সম্প্রতি নায়িকা বুবলী এফডিসিতে একটি ছবির শুটিং করছিলেন। তখন কিছু গণমাধ্যমকর্মী তার কাছে জানতে চান, তিনি অপু বিশ্বাসের সঙ্গে কোনো ছবির অফার পেলে কাজ করবেন কিনা। বুবলী তার ইতিবাচক জবাবই দিয়েছেন। অপু বিশ্বাসও একইভাবে ইতিবাচক জবাব দিয়েছেন। তবে তিনি বলেছেন, ‘আমার সমস্যা শাকিব খানের সঙ্গে। আর কারো সঙ্গে কোনো সমস্যা নেই।’ কিন্তু অপু বিশ্বাস ও বুবলী একসঙ্গে কাজ করবেন কিনা এ কথা এলো কেন? প্রশ্নটা শাকিব খানকে মাথায় রেখেই করা হয়েছে। দুই নায়িকাই শাকিববের সঙ্গে কাজ করে তারকা হয়েছেন। শাকিবকে বাদ দিয়ে তারা দর্শকপ্রিয় তারকা, সেটা প্রমাণ করতে পারেননি।

শাকিবকে বাদ দিয়ে বুবলীর প্রথম ছবি ‘চোখ’ মুক্তি পাচ্ছে। সেটি যদি দর্শক পছন্দ করে তাহলে বুবলীর একটা একক ইমেইজ দাঁড়াতে পারে। এই দুইজনের মধ্যে একজন শাকিব খানের সাবেক স্ত্রী। তাদের একটি সন্তানও রয়েছে। আর বুবলীকে মনে করা হয় শাকিব খানের বর্তমান প্রেমিকা। এই গুজবের আর শেষ নেই। এর মধ্যেই পরিচালক মালেক আফসারি আবির্ভূত হয়েছেন দৃশ্যপটে। তার একটি ছবি নির্মাণ করার কথা ছিল শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে থেকে। পাসওয়ার্ড ছবির ব্যাপক সাফল্যের পর এসকে থেকে মালেক আফসারিকে ‘হ্যাকার’ নামে একটি ছবি নির্মাণের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। কিন্তু ছবিটি সেখান থেকে নির্মিত হয়নি।

এই সুযোগে মালেক আফসারি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, হ্যাকার ছবিটির জন্য একজন প্রযোজক প্রস্তুত আছেন। তবে তার একটা শর্ত হলো শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে ছবিটি বানালেই তিনি বিনিয়োগ করতে প্রস্তুত আছেন। মালেক আফসারির এই স্ট্যাটাস নিয়ে এখন নতুনভাবে আলোচনা শুরু হয়েছে। শাকিব খান ও অপু বিশ্বাসকে জুটি করে ছবি বানাতে হলে আগেতো তাদের সমস্যার সমাধান করতে হবে বলে অনেকেই মনে করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়