শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থায় বড় পরিবর্তন: ৭০ ইন্টারসেকশনে নতুন বিন্যাসে গতি দ্বিগুণ, যানজট কমেছে ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৪ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ভ্রমণ তালিকার লেভেল ফোরে নরওয়ে, এক ধাপ উন্নতি করে লেভেল থ্রিতে বাংলাদেশ

আসিফুজ্জামান পৃথিল: [২] ২৭ সেপ্টেম্বর ভ্রমণ ঝুঁকিপূর্ণ এমন দেশের তালিকা হালনাগাদ করেছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল-সিডিসি। স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়েতে দ্রুত বাড়ছে করোনা। এরপরেই দেশটি উঁঠে এলো তালিকার শীর্ষে। এছাড়াও শীর্ষে উঠে ইউরোপের আরেক দেশ বুলগেরিয়া। সিএনএন

[৩] এই দুটি দেশই আগে লেভেল থ্রি ক্যাটাগরিতে ছিলো। কিন্তু গত ২৮ দিন থরে দেশদুটোতে প্রতি লাখ নাগরিকের মধ্যে ১০০ থেকে ৫০০ রোগী মিলছে।

[৪] লোভেল থ্রি ক্যাটাগরিতে নতুন করে এসেছে বাংলাদেশ, ইকোটরিয়াল গিনি, পানামা, সেইন্ট বার্থলেমি, সিঙ্গাপুর ও স্লোভাকিয়া। বাংলাদেশ, পানামা ও সেইন্ট বার্থস লেভেল ৪ থেকে ৩ এ নেমে এসেছে। বাকি ৩ দেশ লেভেল ২ থেকে উঠে এসেছে। এই দেশগুলোতে গত ২৮ দিন থেকে প্রতি লাখে ৫০ থেকে ১০০ জন শনাক্ত হচ্ছেন।

[৫] নতুন নির্দেশনায় পুরোপুরি ভ্যাক্সিনেটেড না হলে আন্তর্জাতিক ভ্রমণে নিরুৎসাহিত করেছে সিডিসি। দিক্ষিণ এশিয়া থেকে এই তালিকায় আছে আফগানিস্তান, মিয়ানমার, নেপাল ও শ্রীলঙ্কা।

[৬] লেভেল ৪ এই আছে বিশ্বের বেশিরভাগ দেশ। এরমধ্যে রয়েছে যুক্তরাজ্য, তুরস্ক, সুইজারল্যান্ডের মতো দেশও।লেভেল থ্রিতে রয়েছে অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, কানাডা, নেদারল্যান্ডের মতো দেশ। লেভেল ২ এ রয়েছে ভাত ও পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়