শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৩ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৪:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জের রায়গঞ্জে ফেন্সিডিলসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৭ বোতল ফেন্সিডিলসহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

[৩] মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা পূর্ব বাসষ্ট্যান্ড থেকে রাতের শেষের প্রহর ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল এবং নগদ ১ হাজার ৩৮৭ টাকা জব্দ করা হয়।

[৪] গ্রেপ্তারকৃত আসামি ১। মোঃ মোমিনুল ইসলাম(২৮), পিতা- মৃত আঃ কাদের, সাং-ডাওয়াবাড়ী ২। মোঃ আশিকুর রহমান(১৯), পিতা-মোঃ খাইরুল ইসলাম, সাং- দক্ষিন গড্ডিমারী, উভয় থানা- হাতিবান্দা, জেলা-লালমনিরহাট।

[৫] র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দলটি অভিযানটি পরিচানা করেন।

[৬] প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

[৭] সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান (মিডিয়া অফিসার) জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে উদ্ধারকৃত আলামতসহ তাদেরক সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়