শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০১:৩১ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কারাগার তো নয়, যেন ভূতের বাড়ি

আনোয়ার হোসেন: [২] ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সাব-কারাগারটি পরিত্যক্ত অবস্থায় আছে। এর অবকাঠামোর বিভিন্ন অংশ ইতোমধ্যে খোয়া গেছে। কারাগারটির প্রধান ফটকের দরজার রড, জানালার কাঠের কোপাট ও গ্রিল নষ্ট হয়ে গেছে। ভবনের অবস্থাও জীর্ণ।

[৩ ]অযত্ন আর অবহেলায় এখন যেন ভূতুরে বাড়িতে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে অনেকেই এখন জেলখানাটি ভূতের বাড়ি নামেই চেনে। সন্ধ্যা নেমে এলেই এই পরিত্যক্ত ভবনে চলে বখাটে আর নেশাখোরদের আড্ডা এমন কথা জানায় এলাকাবাসী।

[৪] স্থানীয়রা জানান, পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের সন্ধারই এলাকায় ২ একর জমি নিয়ে কারাগারটি এইচ এম এরশাদের শাসনামলে এটি ছিল প্রাণবন্ত।

[৫] ৩০ বছর আগে রানীশংকৈল উপজেলায় ২০০জন কয়েদি ধারণের সাব-কারাগার নির্মিত করেন। এরশাদ আমলে এ জেলখানাটি ব্যবহৃত হলেও পরবর্তী বিএনপি সরকারের আমলে পুরোপুরিভাবে কারাগারটির সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়। রক্ষণাবেক্ষণের অভাবেই অবকাঠামোসহ কারাগারটি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

[৬] জানা যায়, ২০০৩ সালের আগস্ট মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা কারাগারটির স্থাপনাসহ দুই একর জমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে রাণীশংকৈল উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে দেওয়া হয়। তারাও কোনো ধরনের সংস্কার না করে একইভাবে ফেলে রেখেছে। এদিকে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ের নিজস্ব ভবন না থাকায় উপজেলা পরিষদের আওতাধীন পুরোনো অফিসার্স ক্লাবের তিন কক্ষ বিশিষ্ট ঘর মাসিক ভাড়া নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করে আসছে।

[৭] সরেজমিনে গিয়ে দেখা যায়, কারাগার যেন নয় কোনো ভূতের বাড়ি হয়ে রয়েছে। কারাগারের প্রধান ফটকের রডগুলো নেই। নেই হাজতবাস আসামিদের সঙ্গে স্বজনদের সাক্ষাতের দরজা ও গ্রিলের রডগুলো, ভবনের ফ্লোর চারপাশের উচ্চতা সম্পূর্ণ দেয়ালের আস্তর উঠে এবং শেওলা ধরে বেহাল হয়ে রয়েছে।

[৮] জেল সুপারের অফিস কক্ষসহ অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য নির্মিত কক্ষগুলোর দরজা জানালাসহ ভবনের আস্তর ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। স্থানটি নেশার আড্ডাখানায় পরিণত হয়েছে। এ ছাড়া কারাগারটির ভেতরে ঝোপঝাড়ের সঙ্গে বিষাক্ত পোকামাকড়ের বসবাস শুরু হয়েছে। তা ছাড়াও ভবনের বিভিন্ন অংশের ইট খুলে নিয়ে গেছে অজ্ঞাত ব্যক্তিরা।

[৯] স্থানীয় বাসিন্দা উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি খায়রুল ইসলাম বলেন, ‘আমার জন্মের পর থেকে দেখছি কারাগারটি এভাবে পড়ে রয়েছে। এটি দ্রুত সংস্কার করা না হলে এর ক্ষয়ক্ষতি আরও হতে পারে। তা ছাড়া এতো বড় স্থাপনাসহ জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় রাতে এখানে খারাপ লোকজনের উপস্থিতিতে সরব থাকে। শুনেছি এখানে মহিলা বিষয়কের অফিস হবে কিন্তু হচ্ছে না।’

[১০] তহশিলদার জহিরুল ইসলাম বলেন, সাব কারাগারটি দুই একর জমির উপর রয়েছে, দীর্ঘদিনেও সংস্কার করে কোনো রক্ষণাবেক্ষণ করা হয়নি। এটি তদারকি করে সরকারি কাজে ব্যবহৃত করা সম্ভব বলে মনে করেন তিনি।

[১১] উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির তিনি বলেন, রাণীশংকৈলের সবগুলো ঐতিহ্য নিয়েই কাজ করার পরিকল্পনা আমাদের রয়েছে। ‘আপনি এ বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সঙ্গে কথা বলেন।’

[১২] উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার (অতিরিক্ত) বলেন, ‘আমি সদ্য দায়িত্ব নিয়েছি। বিষয়টি তেমন জানি না।’ সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়