ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের সাতঘরিয়া পাড়ায় অভিযান চালিয়ে তিনটি অস্ত্র, ৩হাজার ইয়াবা, ১৫ রাউন্ড গুলি, ৭টি কার্তুজ ও নগদ ৩৭ হাজার টাকাসহ তিনজনকে আটক করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
[৩] সোমবার হোয়াইক্যং ইউপি সাতঘরিয়া পাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, একই এলাকার মৃত সৈয়দুল আমিনের ছেলে শাহনেওয়াজ (২০), নুর বশরের ছেলে আবুল বশর (২৯) ও আলী করিমের স্ত্রী খালেদা খানম (৩৮)।
[৪] সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউপি সাতঘরিয়া পাড়া এলাকায় তারই নেতৃত্বে ১৬ জন ডিএনসির সদস্য ও র্যাব-১৫ সিপিসি টেকনাফের ৬ জন সদস্যের সহযোগীতায় যৌথ কমান্ড গঠন করে। ওই এলাকায় সোমবার ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত একাধিক অভিযান পরিচালনা করে তিনটি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি, ৭ টি তাজা কার্তুজ, নগদ ৩৭ হাজার টাকা ও ৩হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়।
[৫] তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবা, অস্ত্র, কার্তুজসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।