শিরোনাম
◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা ◈ যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতে যেসব সমস্যার মুখোমুখি হতে পারেন প্রবাসী বাংলাদেশিরা ◈ জামায়াতসহ ১১ দলের ২৫৩ আসনে সমঝোতা, কোন দলের কত প্রার্থী ◈ বি‌সি‌বির প‌রিচালক নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে শুক্রবার খেলতে প্রস্তুত ক্রিকেটাররা ◈ দেড় ঘণ্টা বৈঠক শেষে বৈঠক শেষে যমুনা ছাড়লেন তারেক রহমান ◈ গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে : অধ্যাপক আলী রীয়াজ

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৯:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ডিএনসির অভিযানে তিনটি অস্ত্র,কার্তুজ,ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৩

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের সাতঘরিয়া পাড়ায় অভিযান চালিয়ে তিনটি অস্ত্র, ৩হাজার ইয়াবা, ১৫ রাউন্ড গুলি, ৭টি কার্তুজ ও নগদ ৩৭ হাজার টাকাসহ তিনজনকে আটক করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

[৩] সোমবার হোয়াইক্যং ইউপি সাতঘরিয়া পাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, একই এলাকার মৃত সৈয়দুল আমিনের ছেলে শাহনেওয়াজ (২০), নুর বশরের ছেলে আবুল বশর (২৯) ও আলী করিমের স্ত্রী খালেদা খানম (৩৮)।

[৪] সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউপি সাতঘরিয়া পাড়া এলাকায় তারই নেতৃত্বে ১৬ জন ডিএনসির সদস্য ও র‍্যাব-১৫ সিপিসি টেকনাফের ৬ জন সদস্যের সহযোগীতায় যৌথ কমান্ড গঠন করে। ওই এলাকায় সোমবার ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত একাধিক অভিযান পরিচালনা করে তিনটি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গুলি, ৭ টি তাজা কার্তুজ, নগদ ৩৭ হাজার টাকা ও ৩হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়।

[৫] তিনি আরো বলেন, উদ্ধারকৃত ইয়াবা, অস্ত্র, কার্তুজসহ আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়