শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২১ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টেকনাফে মাছ ধরার জালের ভেতর থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফের জীম্বংখালী এলাকায় একটি মাছ ধরার জালের ভেতর লুকায়িত অবস্থায়২০হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

[৩]রোববার রাতে হোয়াইক্যং ইউপি জীম্বংখালী গাদ্দার ফিশারি এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

[৪]সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।তিনি জানান,রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান জীম্বংখালী বিওপি দায়িত্বপূর্ণ বিআরএম-১৬হতে ৮০০ গজ দক্ষিণে গাদ্দার ফিশারি এলাকা দিয়ে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে জীম্বংখালী বিওপির একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় কৌশলে অবস্থান নেয়।কিছুক্ষণ পর একজন ব্যক্তিকে একটি মাছ ধরার জাল হাতে নিয়ে নাফনদী পার হয়ে গাদ্দার ফিশারি দিখে আসতে দেখে।টহলদল দেখা মাত্র তাকে চ্যালেঞ্জ করে।ঔই ব্যক্তি দূর হতে বিজিবি সদস্যদের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তার সাথে থাকা মাছের জাল ফেলে দিয়ে রাতের অন্ধকারে সুযোগ নিয়ে ডুব সাঁতার দিয়ে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।পরে উক্ত স্থান থেকে ফেলে যাওয়া জালটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৬০লাখ টাকার মূল্য মানের২০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

[৫]তিনি আরো জানান,উদ্ধারকৃত মালিক বিহীন ইয়াবাগুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে ষ্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়