শিরোনাম
◈ হালান্ডের রেকর্ড, বরু‌শিয়া ডর্টমুন্ডকে ৪-১ গো‌লে হারা‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ভার‌তের আদা‌নি গোষ্ঠী বিরোধ নিয়ে সালিশিতে যেতে চায়, আ‌লোচনা শেষ হয়‌নি ব‌লে যা‌বে না  বাংলাদেশ ◈ তিন তিনবার পিছিয়ে পড়েও ড্র ক‌রে ফির‌লো বার্সেলোনা ◈ বিশ্বমানের বন্দরের পথে চট্টগ্রাম: নতুন অবকাঠামো ও টার্মিনালসহ ক্ষমতা বাড়ছে চার গুণ ◈ যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম বিচারপতি হয়েছেন সোমা সাইদ ◈ ভারতের সেভেন সিস্টার্সকে সিঙ্গাপুর বানানোর ঘোষণা দিলেন মুকেশ আম্বানি ◈ জোট রাজনীতির সমীকরণে স্থগিত ৬৩ আসন, বিএনপি’র প্রার্থী তালিকা নিয়ে কৌতূহল ◈ সৌদি আরবে অনুমতি ছাড়া সভা-সমাবেশে কড়াকড়ি: প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস ◈ মেক্সিকোর প্রেসিডেন্টকে শেইনবাউমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল ◈ যেভাবে গু লি করা হয় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহকে (ভিডিও)

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২১ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টেকনাফে মাছ ধরার জালের ভেতর থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফের জীম্বংখালী এলাকায় একটি মাছ ধরার জালের ভেতর লুকায়িত অবস্থায়২০হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

[৩]রোববার রাতে হোয়াইক্যং ইউপি জীম্বংখালী গাদ্দার ফিশারি এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

[৪]সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।তিনি জানান,রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান জীম্বংখালী বিওপি দায়িত্বপূর্ণ বিআরএম-১৬হতে ৮০০ গজ দক্ষিণে গাদ্দার ফিশারি এলাকা দিয়ে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে জীম্বংখালী বিওপির একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় কৌশলে অবস্থান নেয়।কিছুক্ষণ পর একজন ব্যক্তিকে একটি মাছ ধরার জাল হাতে নিয়ে নাফনদী পার হয়ে গাদ্দার ফিশারি দিখে আসতে দেখে।টহলদল দেখা মাত্র তাকে চ্যালেঞ্জ করে।ঔই ব্যক্তি দূর হতে বিজিবি সদস্যদের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তার সাথে থাকা মাছের জাল ফেলে দিয়ে রাতের অন্ধকারে সুযোগ নিয়ে ডুব সাঁতার দিয়ে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।পরে উক্ত স্থান থেকে ফেলে যাওয়া জালটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৬০লাখ টাকার মূল্য মানের২০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

[৫]তিনি আরো জানান,উদ্ধারকৃত মালিক বিহীন ইয়াবাগুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে ষ্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়