শিরোনাম
◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স ◈ ভোলা এলএনজির বিকল্প প্রস্তাব, সাশ্রয় হবে ৯ হাজার কোটি ◈ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে হাইকোর্টের হুঁশিয়ারি ◈ যুক্তরাজ্যে অতিদারিদ্রের সংখ্যা ৬৮ লাখ, ৫৩ শতাংশ বাংলাদেশি ◈ ভুয়া তথ্যে কানাডার ভিসার আবেদন: বস্তায় ভরে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত ◈ বাংলাদেশে আসতে আগ্রহী পেপ্যাল ◈ ইরানের বিরুদ্ধে অভিযানে সৌদি আকাশসীমা ব্যবহারে যুবরাজ সালমানের নিষেধাজ্ঞা ◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২১ বিকাল
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টেকনাফে মাছ ধরার জালের ভেতর থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফের জীম্বংখালী এলাকায় একটি মাছ ধরার জালের ভেতর লুকায়িত অবস্থায়২০হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

[৩]রোববার রাতে হোয়াইক্যং ইউপি জীম্বংখালী গাদ্দার ফিশারি এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

[৪]সোমবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।তিনি জানান,রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান জীম্বংখালী বিওপি দায়িত্বপূর্ণ বিআরএম-১৬হতে ৮০০ গজ দক্ষিণে গাদ্দার ফিশারি এলাকা দিয়ে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে জীম্বংখালী বিওপির একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় কৌশলে অবস্থান নেয়।কিছুক্ষণ পর একজন ব্যক্তিকে একটি মাছ ধরার জাল হাতে নিয়ে নাফনদী পার হয়ে গাদ্দার ফিশারি দিখে আসতে দেখে।টহলদল দেখা মাত্র তাকে চ্যালেঞ্জ করে।ঔই ব্যক্তি দূর হতে বিজিবি সদস্যদের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তার সাথে থাকা মাছের জাল ফেলে দিয়ে রাতের অন্ধকারে সুযোগ নিয়ে ডুব সাঁতার দিয়ে শূন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।পরে উক্ত স্থান থেকে ফেলে যাওয়া জালটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৬০লাখ টাকার মূল্য মানের২০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

[৫]তিনি আরো জানান,উদ্ধারকৃত মালিক বিহীন ইয়াবাগুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে ষ্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়