শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়নস লি‌গে বড় জয় পে‌লো চেলসি, লিভারপুল ও বায়ার্ন মিউ‌নিখ ◈ আওয়ামী পন্থিদের কারণে প্রশাসনে অস্থিরতা, শিগগির শুরু হচ্ছে অভিযান ◈ আবার ভারত-পা‌কিস্তান মুখোমুখি  ◈ বিএনপি নেতা ফয়জুল করিমের আওয়ামী লীগে যোগদান: বললেন, ‘শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক’ (ভিডিও) ◈ আরও আগে অভিষেক হলে শচীন টেন্ডুলকার‌কে টপকে যেতাম : মাইক হা‌সি ◈ বাংলাদেশের ব্যাংক খাতে প্রতিদিন ৪০০-এর বেশি সাইবার হামলা, অর্ধেক আসছে চীন–উত্তর কোরিয়া–রাশিয়া থেকে ◈ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতারণা চক্রে স্টারলিংক নতুন অস্ত্র, সাইবার নিরাপত্তায় উদ্বেগ বাংলাদেশে ◈ আরও ৯ জনের শরীরে রংপুরে অ্যানথ্রাক্স-সাদৃশ্য উপসর্গ ◈ নির্বাচনের আগে প্রশাসনের রদবদল নিজেই তদারকি করবেন প্রধান উপদেষ্টা: এনসিপি ও জামায়াতকে আশ্বাস ◈ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালিশে সমাধানের বদলে দফায় দফায় সংঘর্ষ, রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৯ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকটকের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে অপহরণ

নিউজ ডেস্ক: টিকটকের ফাঁদে ফেলে রাজধানীর কাফরুল থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনায় রায়হান হোসেন (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পাশাপাশি ওই স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।

শনিবার ময়মনসিংহের গফরগাঁওয়ে অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৪–এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, ১২ সেপ্টেম্বর অষ্টম শ্রেণির এক ছাত্রী তার কাফরুলের বাসা থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়। পরে সে আর বাসায় ফেরেনি উল্লেখ করে তার বাবা কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। র‍্যাব-৪ বরাবরও ওই ছাত্রীর বাবা একটি অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে গফরগাঁও থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান বলেছেন, তিনি একটি অপহরণকারী চক্রের অন্যতম সদস্য। রাজধানীর নর্দ্দায় চক্রের অন্যতম সদস্য রবিন ও খোকনের সঙ্গে তিনি থাকেন। রবিন ও খোকন এখন পলাতক। এই চক্রে সাত–আটজন সদস্য রয়েছেন। রায়হান একটি প্রাইভেট কোম্পানিতে গাড়ি চালাতেন। তাঁর স্ত্রী ও সন্তান নারায়ণগঞ্জে বসবাস করেন। চক্রের সদস্যরা স্কুলছাত্রীকে ফাঁদে ফেলে কৌশলে অপহরণ করেন।

র‍্যাব-৪–এর পুলিশ সুপার জয়িতা শিল্পী প্রথম আলোকে বলেন, মেয়েটির বয়স খুবই কম। তাকে ফাঁদে ফেলে, ভুল বুঝিয়ে অপহরণ করা হয়েছিল। বড় বিপদ হওয়ার আগেই মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়