শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪০ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আহসান হাবিব: প্রেমের সম্পর্ককে এখন আমার কাছে সেকেলে মনে হয়!

আহসান হাবিব: প্রেমের সম্পর্ককে এখন আমার কাছে সেকেলে মনে হয়। ওই তো একই, কাছে থাকার আকুলতা, কথা বলা, ঘুরাঘুরি করা, হাত ধরা, চুমু খাওয়া, সেক্স। একটা চক্র, ঘুরতে থাকে, এক সময় সব ফুরিয়ে যায়, মুগ্ধতা কেটে যায়, একটা একঘেয়েমি ঘিরে ধরে। তখন অভ্যাসে রূপান্তরিত হয়। খোঁজ করা- কী করছ, খেয়েছ, ইত্যাদি সব মামুলি বিষয় আশয়। যেমন বিয়ে এখন একদম সেকেল হয়ে পড়েছে। একটা চক্র, প্রাত্যহিকতা, একঘেয়েমিতে ঘিরে ফেলে জীবন। সম্পদ হস্তান্তরের বিষয় না থাকলে বিয়ে একটা ফালতু প্রতিষ্ঠানে পরিণত হতো। যতো আবেগ এই সম্পদকে ঘিরে। পাশ্চাত্য এগুলো কাটিয়ে উঠছে, যদিও তারা সম্পদ আহরণে ক্লান্তিহীন। বিয়ে ছাড়াই এখন তারা সেসব ভোগ করছে এবং দাম্পত্য করছে। প্রেম এবং বিয়ের সীমাবদ্ধতা প্রায় একই, একে অপরকে নিজস্ব সম্পত্তি মনে করে ফেলা।

জীবন যদি হয় একটা সাগর, সম্পর্ক যদি হয় একটা বিশ্ব, প্রেম এবং বিয়ে হচ্ছে একটা সুঁইয়ের আগায় জলের সমান। সামান্য একটু এদিক-সেদিক হলেই সাইক্লোন নেমে আসে সম্পর্কে। অথচ মানুষ গোপনে এমন কিছু নেই যা করে না। কে না জানে গোপনটাই বেশি সত্য। চাই, নতুন সম্পর্ক, সীমাহীন সম্পর্ক, পৃথিবীর সব মানুষের সঙ্গে সম্পর্ক। প্রেমের যন্ত্রণা, বিয়ের দাসত্বকে পেছনে ফেলে চাই ভালোবাসার সম্পর্ক। ‘তুমি আমার’ এর পরিবর্তে ‘আমরা সবার’ সম্পর্ক। এখানেও থাকবে আকুলতা, কথা বলা, ঘুরাঘুরি, হাত ধরা, চুমু খাওয়া, সেক্স। থাকবে না সম্পদ কুক্ষিগত করার ক্লান্তি, থাকবে শুধু জীবন উপভোগের আনন্দ। লেখক : ঔপন্যাসিক

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়