শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়ায় অপরিকল্পিত মৎস্য ঘেরের কারণে পানিবন্দি বসতবাড়িসহ শিক্ষাপ্রতিষ্ঠান

আজিজুল ইসলাম: [২] যশোরের বাঘারপাড়ায় স্থানীয় ব্যাক্তিদের অপরিকল্পিত ভাবে মাছ চাষের জন্য ঘের করার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসির। জলাবদ্ধ পানি না কমায় প্রায় ১৫ টি বসতবাড়িসহ ১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিতে ভাসছে। এতে শিক্ষার্থীসহ জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছেন। সরেজমিনে উপজেলার বাররা এলাকায় এমন দৃশ্য দেখা গেছে। জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন।

[৩] এলাকাবাসির অভিযোগ, বাররা এলাকার আইয়ুব বিশ্বাস, খালেক মোল্যা, আক্তার বিশ্বাসসহ কয়েকজন ব্যাক্তি এলাকার পানি বের হওয়ার জায়গায় ঘের করার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একারণে প্রায় ১৫ টি বসতবাড়ি ও বাররা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনাইটেড নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে দুই বিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী ও জনসাধারণের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ঘেরের বাঁধ না কাটলে পানি বের হওয়ার কোনো সুযোগ নেই। ঘের মালিকদের বিষয়টি জানানো হলেও তারা কর্ণপাত করছেন না ।

[৪] পানিবন্দি বাররা এলাকার শরিফুল ইসলাম জানান, প্রায় দেড় মাস ধরে পানিবন্দি হয়ে রয়েছেন। তিনি বলেন, ‘রান্নাঘর, বাথরুম, গোলায়ঘর, বসতঘরসহ সব জায়গায় হাঁটু পানি। নিরুপায় হয়ে গ্যাস ও চুলা কিনতে হয়েছে। ঘেরের কারণে পানি বের হতে পারছে না। চরম বিপদে আছি।

[৫] বাররা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান জানান, স্থানীয়দের ঘেরের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা নিরসনে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি পেয়ে প্লাস্টিকের পাইপ দিয়ে ধলগা রাস্তা-বসুন্দিয়া সড়ক ছিদ্র করে পানি সরানোর ব্যবস্থা করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের অনেক সমস্যায় পড়তে হচ্ছে।

[৬] অভিযোগের বিষয়ে ঘের মালিক আইয়ুব বিশ্বাস ও আক্তার বিশ্বাসের মুঠোফনে একাধিকবার কল করা হলে তাদের ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ জানিয়েছেন, ‘অভিযোগ তদন্তে তহসিলদারকে পাঠানো হয়েছে। জলাবদ্ধতার জন্য দায়ী এমন ব্যাক্তিদের সনাক্ত করে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পেলে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়