শিরোনাম
◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ ◈ শনিবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন: ইসি মাছউদ ◈ নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না: ডাকসু ভিপি (ভিডিও) ◈ জুলাই সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না: নাহিদ ইসলাম ◈ গণ-অভ্যুত্থানের পর থেকেই গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ ব্রাহ্মণবাড়িয়ায় আঞ্চলিক সড়কে ট্রাক-অটোরিক্সা মুখোমুখি, নিহত ২ ◈ ফিলিপ মরিসকে নিকোটিন পাউচ কারখানার অনুমতি যে কারণে বৈধ বললেন বিডা-বেজা চেয়ারম্যান আশিক মাহমুদ ◈ সাভার ট্যানারি শিল্পনগরী বেপজার হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিউনিসিয়ায় রাষ্ট্রপতি বিরোধী আন্দোলনে লেবার পার্টি

মাকসুদ রহমান, [২] শুক্রবার দেশটির প্রভাবশালী রাজনৈতিক দল তিউনিশিয়া জেনারেল লেবার ইউনিয়ন প্রেসিডেন্ট কায়েস সাঈদ বিরোধী আন্দোলনে অংশ গ্রহণ করে। জুলাই মাসে প্রধানমন্ত্রী হাকিম মেচিচি অপসারিত হওয়ার পর থেকে দেশ ব্যাপী সাঈদ বিরোধী আন্দোলন শুরু হয়। রয়টার্স

[৩] ২০১৪ সালে দেশটির নতুন সংবিধানকে অমান্য করে ক্ষমতা দখলে রেখেছেন কায়েস সাঈদ। এজন্য পার্লামেন্ট স্থগিত করে বিশেষ ক্ষমতা দখল করেছেন তিনি পাশাপাশি দেশটির জন্য দ্রুত একজন প্রধানমন্ত্রী নির্বাচনের ঘোষণার দিয়েছেন তিনি। ২০১১ সালে আরব বসন্ত আন্দোলন সূচনা করার পর নতুন সংবিধান ও শাসকের হাতে দেশটির নাগরিকরা যেটি প্রত্যাশা করেছিল সেটি এখন পুনরায় আন্দোলনের পথে।

[৪] প্রেসিডেন্ট সাঈদ এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি পদক্ষেপ নিবেন দেশটির সংকট মোকাবেলায়, রাজনৈতিক অসাড়তায় ও করোনা ভাইরাস মোকাবেলায়।জনগনের অধিকার রক্ষায় প্রতিশ্রুতি দিয়ে একনায়ক তন্ত্র প্রতিষ্ঠা না করার অঙ্গীকার করেছেন তিনি।

[৫] দেশটির শীর্ষ স্থানীয় রাজনৈতিক দল তিউনিশিয়া জেনারেল লেবার ইউনিয়ন জানিয়েছে, দেশটির বেশির ভাগ রাজনৈতিক দল এখন প্রেসিডেন্ট সাঈদের অপসারণ চায়।

[৬] দলটি আরো জানায় প্রেসিডেন্ট সাঈদ এখন নিজের হাতে ক্ষমতা গুছিয়ে নিতে চাইছেন এবং তার ঘোষণা অনুযায়ী নতুন রাজনৈতিক সংস্কারক কমিটি গঠন করে নাগরিকদের হুমকির মুখে ফেলবেন। সম্পাদনা: ফাহমিদুল কবীর

  • সর্বশেষ
  • জনপ্রিয়