শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিউনিসিয়ায় রাষ্ট্রপতি বিরোধী আন্দোলনে লেবার পার্টি

মাকসুদ রহমান, [২] শুক্রবার দেশটির প্রভাবশালী রাজনৈতিক দল তিউনিশিয়া জেনারেল লেবার ইউনিয়ন প্রেসিডেন্ট কায়েস সাঈদ বিরোধী আন্দোলনে অংশ গ্রহণ করে। জুলাই মাসে প্রধানমন্ত্রী হাকিম মেচিচি অপসারিত হওয়ার পর থেকে দেশ ব্যাপী সাঈদ বিরোধী আন্দোলন শুরু হয়। রয়টার্স

[৩] ২০১৪ সালে দেশটির নতুন সংবিধানকে অমান্য করে ক্ষমতা দখলে রেখেছেন কায়েস সাঈদ। এজন্য পার্লামেন্ট স্থগিত করে বিশেষ ক্ষমতা দখল করেছেন তিনি পাশাপাশি দেশটির জন্য দ্রুত একজন প্রধানমন্ত্রী নির্বাচনের ঘোষণার দিয়েছেন তিনি। ২০১১ সালে আরব বসন্ত আন্দোলন সূচনা করার পর নতুন সংবিধান ও শাসকের হাতে দেশটির নাগরিকরা যেটি প্রত্যাশা করেছিল সেটি এখন পুনরায় আন্দোলনের পথে।

[৪] প্রেসিডেন্ট সাঈদ এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি পদক্ষেপ নিবেন দেশটির সংকট মোকাবেলায়, রাজনৈতিক অসাড়তায় ও করোনা ভাইরাস মোকাবেলায়।জনগনের অধিকার রক্ষায় প্রতিশ্রুতি দিয়ে একনায়ক তন্ত্র প্রতিষ্ঠা না করার অঙ্গীকার করেছেন তিনি।

[৫] দেশটির শীর্ষ স্থানীয় রাজনৈতিক দল তিউনিশিয়া জেনারেল লেবার ইউনিয়ন জানিয়েছে, দেশটির বেশির ভাগ রাজনৈতিক দল এখন প্রেসিডেন্ট সাঈদের অপসারণ চায়।

[৬] দলটি আরো জানায় প্রেসিডেন্ট সাঈদ এখন নিজের হাতে ক্ষমতা গুছিয়ে নিতে চাইছেন এবং তার ঘোষণা অনুযায়ী নতুন রাজনৈতিক সংস্কারক কমিটি গঠন করে নাগরিকদের হুমকির মুখে ফেলবেন। সম্পাদনা: ফাহমিদুল কবীর

  • সর্বশেষ
  • জনপ্রিয়