শিরোনাম
◈ যমুনা রেলসেতুর পিলারে 'ফাটলের' ছবি ভাইরাল, যা বলছে কর্তৃপক্ষ ◈ বিকা‌লে শক্তিশালী থাইল্যান্ডের মু‌খোমু‌খি বাংলাদেশ নারী দল ◈ যুক্তরা‌ষ্ট্রের ইন্টার মায়া‌মি‌তে আরও তিন বছর খেল‌বেন ‌লিওনেল মেসি, চু‌ক্তি নবায়ণ ◈ এক্স-রে টেবিল ও গোপন ক্যামেরায় ৮৫ কোটি টাকার পোকার প্রতারণা! ◈ নিত্যপণ্যের বাজারে অস্বস্তি: বাড়ল ভোজ্য তেল ও ডিমের দাম, সবজির দামও চড়া ◈ ন্যায্যমূল্য না পেয়ে মাঠে পড়ে আছে ৮ লাখ মেট্রিক টন লবণ, এর মধ্যেই আমদানির তোড়জোড় ◈ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইলো বিশ্বের খ্যাতিমান ইহুদি ব্যক্তিত্বরা ◈ বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে ◈ বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ: অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৮ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিউনিসিয়ায় রাষ্ট্রপতি বিরোধী আন্দোলনে লেবার পার্টি

মাকসুদ রহমান, [২] শুক্রবার দেশটির প্রভাবশালী রাজনৈতিক দল তিউনিশিয়া জেনারেল লেবার ইউনিয়ন প্রেসিডেন্ট কায়েস সাঈদ বিরোধী আন্দোলনে অংশ গ্রহণ করে। জুলাই মাসে প্রধানমন্ত্রী হাকিম মেচিচি অপসারিত হওয়ার পর থেকে দেশ ব্যাপী সাঈদ বিরোধী আন্দোলন শুরু হয়। রয়টার্স

[৩] ২০১৪ সালে দেশটির নতুন সংবিধানকে অমান্য করে ক্ষমতা দখলে রেখেছেন কায়েস সাঈদ। এজন্য পার্লামেন্ট স্থগিত করে বিশেষ ক্ষমতা দখল করেছেন তিনি পাশাপাশি দেশটির জন্য দ্রুত একজন প্রধানমন্ত্রী নির্বাচনের ঘোষণার দিয়েছেন তিনি। ২০১১ সালে আরব বসন্ত আন্দোলন সূচনা করার পর নতুন সংবিধান ও শাসকের হাতে দেশটির নাগরিকরা যেটি প্রত্যাশা করেছিল সেটি এখন পুনরায় আন্দোলনের পথে।

[৪] প্রেসিডেন্ট সাঈদ এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি পদক্ষেপ নিবেন দেশটির সংকট মোকাবেলায়, রাজনৈতিক অসাড়তায় ও করোনা ভাইরাস মোকাবেলায়।জনগনের অধিকার রক্ষায় প্রতিশ্রুতি দিয়ে একনায়ক তন্ত্র প্রতিষ্ঠা না করার অঙ্গীকার করেছেন তিনি।

[৫] দেশটির শীর্ষ স্থানীয় রাজনৈতিক দল তিউনিশিয়া জেনারেল লেবার ইউনিয়ন জানিয়েছে, দেশটির বেশির ভাগ রাজনৈতিক দল এখন প্রেসিডেন্ট সাঈদের অপসারণ চায়।

[৬] দলটি আরো জানায় প্রেসিডেন্ট সাঈদ এখন নিজের হাতে ক্ষমতা গুছিয়ে নিতে চাইছেন এবং তার ঘোষণা অনুযায়ী নতুন রাজনৈতিক সংস্কারক কমিটি গঠন করে নাগরিকদের হুমকির মুখে ফেলবেন। সম্পাদনা: ফাহমিদুল কবীর

  • সর্বশেষ
  • জনপ্রিয়