শিরোনাম
◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৮ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিদেশে হোম সিরিজ না খেলার ঘোষণা দিলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : [২]ক্রিকেটবিশ্বে সবচাইতে বেশি আফসোসে পোড়া দল হয়তো পাকিস্তান। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে জঙ্গি হামলার পর এক দশক পাকিস্তানের মাটিতে কোনো দল খেলতে যায়নি। তবে সেই শ্রীলঙ্কার বিপক্ষেই সিরিজ দিয়েই পাকিস্তানের মাটিতে ফিরে আন্তর্জাতিক ক্রিকেট।

[৩] এর আগে ১০ বছর সংযুক্ত আরব আমিরাতের মাঠগুলোকে ‘হোম ভেন্যু’ বানিয়ে খেলেছে পাকিস্তান। সম্প্রতি নিউজিল্যান্ড দল নাটকীয়ভাবে পাকিস্তান সফর বাতিল করায় দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন নিয়ে ফের শঙ্কার সৃষ্টি হয়েছে।

[৪]সফর বাতিল করায় নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের ওপর ক্ষেপেছে পিসিবি। এটা পাকিস্তানের বিরুদ্ধে ‘ওয়েস্টার্ন ব্লক’ এর ষড়যন্ত্র হিসেবে দেখছেন পিসিবি প্রধান রমিজ রাজা। আবার কেউ কেউ এর পেছনে ভারতের ষড়যন্ত্রও খুঁজে পেয়েছেন। এতদিন বিভিন্ন বোর্ডের অনুরোধ বিবেচনা করে হোম সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি হতো পাকিস্তান। কিন্তু এখন থেকে আর এমন কিছুতে রাজি হবে না তারা। কোনো দল আসুক-না আসুক, পাকিস্তানের মাটিতেই হোম সিরিজ আয়োজন করবে পিসিবি।

[৫]ভবিষ্যতে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজন হবে কিনা- এমন প্রশ্নে আজ শনিবার পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘এখন এসব আলোচনা চিন্তারও বাইরে। কারণ, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এখন স্বাভাবিক এবং যেকোনো আন্তর্জাতিক দলকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। তাই আমরা আর নিরপেক্ষ ভেন্যুতে খেলব না। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে আলোচনা হয়েছে। সেটা (সিরিজ) না হওয়ায় পরে জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাই আমাদের জন্য বিশ্বকাপের প্রস্তুতি। - ক্রিকবাজ/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়