শিরোনাম
◈ ভারতে বাংলাদেশ না খেললে বিকল্প দল নেবে আইসিসি, বোর্ডসভায় সিদ্ধান্ত ◈ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের পর এবার নগদ ১ কোটি টাকা দিচ্ছে সরকার ◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৮ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিদেশে হোম সিরিজ না খেলার ঘোষণা দিলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : [২]ক্রিকেটবিশ্বে সবচাইতে বেশি আফসোসে পোড়া দল হয়তো পাকিস্তান। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসে জঙ্গি হামলার পর এক দশক পাকিস্তানের মাটিতে কোনো দল খেলতে যায়নি। তবে সেই শ্রীলঙ্কার বিপক্ষেই সিরিজ দিয়েই পাকিস্তানের মাটিতে ফিরে আন্তর্জাতিক ক্রিকেট।

[৩] এর আগে ১০ বছর সংযুক্ত আরব আমিরাতের মাঠগুলোকে ‘হোম ভেন্যু’ বানিয়ে খেলেছে পাকিস্তান। সম্প্রতি নিউজিল্যান্ড দল নাটকীয়ভাবে পাকিস্তান সফর বাতিল করায় দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন নিয়ে ফের শঙ্কার সৃষ্টি হয়েছে।

[৪]সফর বাতিল করায় নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের ওপর ক্ষেপেছে পিসিবি। এটা পাকিস্তানের বিরুদ্ধে ‘ওয়েস্টার্ন ব্লক’ এর ষড়যন্ত্র হিসেবে দেখছেন পিসিবি প্রধান রমিজ রাজা। আবার কেউ কেউ এর পেছনে ভারতের ষড়যন্ত্রও খুঁজে পেয়েছেন। এতদিন বিভিন্ন বোর্ডের অনুরোধ বিবেচনা করে হোম সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি হতো পাকিস্তান। কিন্তু এখন থেকে আর এমন কিছুতে রাজি হবে না তারা। কোনো দল আসুক-না আসুক, পাকিস্তানের মাটিতেই হোম সিরিজ আয়োজন করবে পিসিবি।

[৫]ভবিষ্যতে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজন হবে কিনা- এমন প্রশ্নে আজ শনিবার পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘এখন এসব আলোচনা চিন্তারও বাইরে। কারণ, পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি এখন স্বাভাবিক এবং যেকোনো আন্তর্জাতিক দলকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। তাই আমরা আর নিরপেক্ষ ভেন্যুতে খেলব না। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে আলোচনা হয়েছে। সেটা (সিরিজ) না হওয়ায় পরে জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাই আমাদের জন্য বিশ্বকাপের প্রস্তুতি। - ক্রিকবাজ/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়