শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১০ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাতার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : [২] কাতার বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে ব্রাজিল। আগামী ৭ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ খেলবে সেলেকাওরা।

[৩] তিতের ঘোষিত এবারের দলে এবার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলাররাও জায়গা পেয়েছে। করোনা সংক্রান্ত জটিলতার কারণে গত মাসের বিশ্বকাপ বাছাইয়ে খেলতে পারেনি ইপিএলে খেলা ব্রাজিলের ফুটবলাররা।

[৪] সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের সূচিতে ইংলিশ লিগের ৯ ফুটবলারকে দলে নিয়েছিলেন তিতে। কিন্তু তাদের কাউকেই পাননি তিনি। খেলতে হয়েছে ইংলিশ ক্লাবের ফুটবলারদের ছাড়াই।

[৫] এবারও যে ইংল্যান্ড থেকে আসা ফুটবলারদের কোয়ারেন্টাইন ঝামেলা কেটে গেছে, তা নয়। তবু সেই আশা নিয়েই মূলত ইংল্যান্ডে খেলা ৮ ফুটবলারকে নিয়ে দল গড়েছেন তিতে।

[৬] আগামী ৭ অক্টোবর ভেনেজুয়েলার মাঠে খেলবে ব্রাজিল। এর তিন দিন পর তারা খেলবে কলম্বিয়ার মাঠে। আর ১৪ অক্টোবর এ পর্বের শেষ ম্যাচে ঘরের মাঠে খেলবে উরুগুয়ের বিপক্ষে। এখন পর্যন্ত আট ম্যাচ খেলে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল, ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা।

[৭] বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচে ব্রাজিল দল:
১.গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), এডারসন মোরায়েস (ম্যানচেস্টার সিটি)
২.ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), গুইলেরমো আরানা (অ্যাটলেটিকো মিনেইরো), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), এমারসন রয়্যাল (টটেনহ্যাম হটস্পার), এডের মিলিটাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মার্কুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)
৩.মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), এডেনিলসন (ইন্টার নাজিওনাল), জার্সন (মার্সেই), লুকাস পাকুয়েতা (অলিম্পিক লিয়ন), এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো)
৪.ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), অ্যান্তোনি (আয়াক্স), রাফিনহা (লিডস ইউনাইটেড), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), ম্যাথিউজ কুনহা (হের্টা বার্লিন), গ্যাব্রিয়েল বারবোসা (ফ্ল্যামেঙ্গো)। - গোল ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়