শিরোনাম
◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার!

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫০ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষ হিসেবে আমরা কখনো কখনো ভীতিতে ভুগী

বিনোদন ডেস্ক: তারকাদের বেলায়ও এমন ঘটনা আছে। চিকিৎসাবিজ্ঞানে এসবের আলাদা আলাদা নাম। এগুলো ঠিক রোগ না হলেও স্বাভাবিক ঘটনাও নয়। ভারতের দক্ষিণী সিনেমার পাঁচ তারকার আজব ভীতি নিয়ে এই প্রতিবেদন...

সামান্থা

রূপ ও অভিনয় গুণে কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন সামান্থা। সর্বশেষ এ অভিনেত্রী ‘ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন। বাস্তব জীবনে তিনি সাপ খুব ভয় পান।

কাজল আগরওয়াল

প্রকৃতির মধ্যে অন্যতম সুন্দর সৃষ্টি পাখি। কিন্তু এই পাখিকেই ভয় পান দক্ষিণের পাশাপাশি হিন্দি ভাষার সিনেমায় নিয়মিত অভিনয় করা কাজল আগরওয়াল। পাখি নিয়ে ফোবিয়া রয়েছে ৩৬ বছর বয়সী এই তারকার। বিস্ময়কর লাগলেও এটিই সত্যি।

রাশমিকা মান্দানা

অভিনয় ও শরীরী সৌন্দর্যে সবাইকে মুগ্ধ করে চলেছেন রাশমিকা মান্দানা। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হন তিনি। কোটি ভক্তের হৃদয় হরণকারী এ নায়িকার একটি বিষয়ে দারুণ ভীতি রয়েছে, তা হলো- উচ্চতা।

তামান্না ভাটিয়া

২০০৫ সালে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন তামান্না ভাটিয়া। এর পর অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। কিছু সিনেমায় দারুণ অ্যাকশন মুডেও দেখা গেছে তাকে। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, ‘বাহুবলী’খ্যাত এ তারকা রাশমিকার মতোই উচ্চতায় ভয় পান।

তাপসী পান্নু

দক্ষিণের পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় নাম তাপসী পান্নু। তিনি ভূতে ভয় পান। বাস্তব জীবনে আদৌ ভূতের অস্তিত্ব রয়েছে কিনা- তা এখনো প্রমাণিত নয়। তবে তাপসী অচেনা জায়গায় গেলে ভূতের ভয়ে রাতে একা একা কোথাও বের হন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়