শিরোনাম
◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪১ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাওনা টাকা চাওয়ায় যুবকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়া প্রতিনিধি:[২] জেলার শিবগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে যুবকের ধাক্কায় কফিরন বেগম (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার বেঙ্গদহ পাতাইর গ্রামে এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত কফিরন বেগম বেঙ্গদহ পাতাইর গ্রামের আজমল ফকিরের স্ত্রী।

[৩] স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কফিরন বেগম একই গ্রামের হবিবর রহমানের পুত্র আব্দুর রাজ্জাকের কাছে ধারের ২০হাজার টাকা আনতে যায়। কিন্তু আব্দুর রাজ্জাক বাড়ীতে না থাকায় কফিরন বেগম ফেরার পথে রাস্তায় আব্দুর রাজ্জাকের সাথে কফিরনের দেখা হয়। তখন সে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধার সাথে বাক বিতন্ডতার এক পর্যায়ে আব্দুর রাজ্জাক বৃদ্ধা কফিরনকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধা মাটিতে পরে গিয়ে ইটের সাথে মাথা লেগে রক্তাক্ত হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই কফিরনের মৃত্যু হয়।

[৪] খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে। শুক্রবার বিকেলে নিহত বৃদ্ধার ছেলে আজিজুল হক বাদী হয়ে আব্দুল রাজ্জাকসহ ৪ জনকে আসামী করে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছে।

[৫] শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত বৃদ্ধার ছেলে বাদী হয়ে আব্দুল রাজ্জাকসহ ৪ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়