শিরোনাম
◈ ইস্তাম্বু‌লে শা‌ন্তি আ‌লোচনা ব‌্যর্থ হ‌লে আফগানিস্তানের বিরু‌দ্ধে যুদ্ধ ঘোষণা করবে পাকিস্তান ◈ স্যর ক্রিকে ভারতের যুদ্ধমহড়া,শঙ্কিত পাকিস্তান বিমান চলাচলে নিষেধাজ্ঞা দি‌লো, পাল্টা সেনা সমাবেশের ঘোষণা ◈ আজ রা‌তে বা‌র্সেলোনা - রিয়া‌ল ম‌া‌দ্রিদ মু‌খোমু‌খি  ◈ ২৫ লাখ কোটি টাকার ঋণে ডুবে পাকিস্তান সরকার দিশাহারা, গত অর্থবছ‌রের তুলনায় আরও বাড়ল ইসলামাবাদের ধার ◈ ইং‌লিশ লি‌গে টানা চতুর্থ পরাজয় লিভারপু‌লের, চেলসিকে হারিয়ে সান্ডারল্যান্ডের চমক ◈ মালয়েশিয়ায় পৌঁছেই নাচে মেতে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ◈ পি‌সি‌বির অদ্ভুত কাণ্ড, টেস্ট দ‌লের বর্তমান অধিনায়ককে বানিয়ে দেওয়া হলো বোর্ড কর্তা ◈ আরপিও শর্তে বিপাকে ছোট দল, ভোট করতে হবে নিজ দলের প্রতীকে ◈ বিজ্ঞাপনে ক্ষুব্ধ ট্রাম্প: কানাডার পণ্যে আরও ১০ শতাংশ শুল্ক বাড়ালো যুক্তরাষ্ট্র ◈ বান্দরবানে রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪১ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাওনা টাকা চাওয়ায় যুবকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়া প্রতিনিধি:[২] জেলার শিবগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে যুবকের ধাক্কায় কফিরন বেগম (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার বেঙ্গদহ পাতাইর গ্রামে এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত কফিরন বেগম বেঙ্গদহ পাতাইর গ্রামের আজমল ফকিরের স্ত্রী।

[৩] স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কফিরন বেগম একই গ্রামের হবিবর রহমানের পুত্র আব্দুর রাজ্জাকের কাছে ধারের ২০হাজার টাকা আনতে যায়। কিন্তু আব্দুর রাজ্জাক বাড়ীতে না থাকায় কফিরন বেগম ফেরার পথে রাস্তায় আব্দুর রাজ্জাকের সাথে কফিরনের দেখা হয়। তখন সে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধার সাথে বাক বিতন্ডতার এক পর্যায়ে আব্দুর রাজ্জাক বৃদ্ধা কফিরনকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধা মাটিতে পরে গিয়ে ইটের সাথে মাথা লেগে রক্তাক্ত হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই কফিরনের মৃত্যু হয়।

[৪] খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে। শুক্রবার বিকেলে নিহত বৃদ্ধার ছেলে আজিজুল হক বাদী হয়ে আব্দুল রাজ্জাকসহ ৪ জনকে আসামী করে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছে।

[৫] শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত বৃদ্ধার ছেলে বাদী হয়ে আব্দুল রাজ্জাকসহ ৪ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়