শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪১ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাওনা টাকা চাওয়ায় যুবকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

বগুড়া প্রতিনিধি:[২] জেলার শিবগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে যুবকের ধাক্কায় কফিরন বেগম (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার বেঙ্গদহ পাতাইর গ্রামে এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত কফিরন বেগম বেঙ্গদহ পাতাইর গ্রামের আজমল ফকিরের স্ত্রী।

[৩] স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কফিরন বেগম একই গ্রামের হবিবর রহমানের পুত্র আব্দুর রাজ্জাকের কাছে ধারের ২০হাজার টাকা আনতে যায়। কিন্তু আব্দুর রাজ্জাক বাড়ীতে না থাকায় কফিরন বেগম ফেরার পথে রাস্তায় আব্দুর রাজ্জাকের সাথে কফিরনের দেখা হয়। তখন সে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধার সাথে বাক বিতন্ডতার এক পর্যায়ে আব্দুর রাজ্জাক বৃদ্ধা কফিরনকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধা মাটিতে পরে গিয়ে ইটের সাথে মাথা লেগে রক্তাক্ত হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই কফিরনের মৃত্যু হয়।

[৪] খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করে। শুক্রবার বিকেলে নিহত বৃদ্ধার ছেলে আজিজুল হক বাদী হয়ে আব্দুল রাজ্জাকসহ ৪ জনকে আসামী করে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছে।

[৫] শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত বৃদ্ধার ছেলে বাদী হয়ে আব্দুল রাজ্জাকসহ ৪ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়