শিরোনাম
◈ রোনালদো পে‌লেন লাল কার্ড, আয়ারল‌্যা‌ন্ডের কা‌ছে হে‌রে গে‌লো পর্তুগাল, বিশ্বকাপের চূড়ান্ত প‌র্বে ফ্রান্স ◈ বাংলাদেশে ডায়াবেটিস নিয়ে যে সাতটি প্রশ্নের মুখোমুখি হন চিকিৎসকরা ◈ এখন থে‌কে নতুন না‌মে রিয়াল মাদ্রিদের হোম ভেন্যু, ৭০ বছর পর নাম বদল  ◈ সোশ্যাল মিডিয়া আসক্তি কমাচ্ছে ঘুমের মান, বাংলাদেশি তরুণদের নিয়ে নেচার অ্যান্ড সায়েন্স অব স্লিপ এর নতুন গবেষণা ◈ ইংল‌্যা‌ন্ডের কার্ডিফে ২০২৮ সা‌লের ইউরো ফুটবল শুরু, ফাইনাল ওয়েম্বলিতে ◈ ভারত-দ‌ক্ষিণ আ‌ফ্রিকা টেস্ট চলাকালীন দর্শকদের মধ্যেই মিশে থাকবে পুলিশ, দিল্লি বিস্ফোরণের পর ইডেনে নজিরবিহীন নিরাপত্তা  ◈ বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র আড়াইহাজার ◈ তিন ঝুঁকিতে বাংলাদেশ: সতর্ক করলো আইএমএফ ◈ ফ্ল্যাট বা জমি হস্তান্তরে ফি নিলে ডেভেলপারদের বিরুদ্ধে ব্যবস্থা: সরকারের প্রজ্ঞাপন ◈ চার বিভাগে নতুন কমিশনার

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৮ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিবির পরিচালক হলে তৃণমূল ক্রিকেট নিয়ে কাজ করবো : পাইলট

রাহুল রাজ : [২] বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে প্রথমবারের মত অংশ নিচ্ছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ অঞ্চল রাজশাহী বিভাগের হয়ে তিনি দাঁড়াচ্ছেন বোর্ড পরিচালক পদে। নির্বাচিত হলে রাজশাহীসহ দেশের তৃণমূল ক্রিকেটের উন্নতি করার প্রতিশ্রুতি পাইলটের।

[৩] খেলোয়াড়ি জীবন থেকে বিদায় নেওয়ার পরও বরাবরই মাঠের মানুষ পাইলট। দীর্ঘ সময় ধরে তিনি যুক্ত আছেন খেলোয়াড় তৈরির কাজে। সত্যিকার অর্থেই কাজ করছেন তৃণমূল পর্যায়ে।

[৪] সেখানে কাজ করতে গিয়ে পাইলট দেখেছেন, কীভাবে এই পর্যায়ে আরও ভালো করা যায়, যা সমৃদ্ধ করবে দেশের ক্রিকেটকে। সেই অভিজ্ঞতাই নিংড়ে দিতে এবার তিনি দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থার নির্বাচনে।

[৫] পাইলট বলেন, ক্রিকেট মানে শুধু খেলোয়াড় নয়। ক্রিকেট নিয়ে একটি অবকাঠামো আছে, সেই অবকাঠামোতে কোচ আছে, আম্পায়ার আছে, ম্যানেজমেন্ট আছে। প্রত্যেক বিভাগে উন্নতি করতে চাই। গোটা বিশ্বেই তৃণমূল পর্যায়ে অ্যাকাডেমি আছে। ক্রিকেট বোর্ড তৈরি হওয়া ক্রিকেটার পায়। তার আগে খেলোয়াড় কোথাও না কোথাও তৈরি হচ্ছে। সেই অ্যাকাডেমিগুলোকে আর্থিকভাবে সাপোর্ট করতে না পারলেও মানসিক ও লজিস্টিকভাবে বোর্ড সাপোর্ট করতে পারে। এতে সেই জায়গা আরও উর্বর হবে।

[৬] তিনি আরো বলেন, ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নের উপায় তার জানা আছে, সেই জায়গাগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে। পুরো একটি বিভাগে এই প্রক্রিয়া কেমন হওয়া উচিৎ সেই ধারণা আমার আছে।

[৭]যদিও পাইলটকে নির্বাচিত হতে হবে ৮ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে। নির্বাচনে যদি জিততে না-ও পারেন, তার প্রত্যাশা- রাজশাহী বিভাগের নির্বাচিত পরিচালক প্রাধান্য দিবেন নিজের অঞ্চলকে।

[৮]পাইলট বলেন, আগামী চার বছরে আমরা কী কাজ করতে চাই এর কোনো প্রেজেন্টেশন নেই। আমি পুরো বাংলাদেশের জন্য এই প্রেজেন্টেশন তৈরি করতে চাই, আমার মাথায় আছে। যদি বোর্ডে আসার সৌভাগ্য হয়, কাগজ-কলমে প্রেজেন্টেশন করে, প্রত্যেক জেলায় আমি অন্যান্য দেশের মত ক্রিকেট সংস্কৃতি গড়ে তুলতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়