শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ ◈ জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন  ◈ জামায়াত জোট থেকে বেরিয়ে যাচ্ছে কিনা, জানালো ইসলামী আন্দোলন ◈ দেশের ভেতরে পোস্টাল ব্যালটে প্রতীকের সঙ্গে প্রার্থীর নাম চায় বিএনপি ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে আজ প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ করবেন তারেক রহমানের

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৮ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিবির পরিচালক হলে তৃণমূল ক্রিকেট নিয়ে কাজ করবো : পাইলট

রাহুল রাজ : [২] বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে প্রথমবারের মত অংশ নিচ্ছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ অঞ্চল রাজশাহী বিভাগের হয়ে তিনি দাঁড়াচ্ছেন বোর্ড পরিচালক পদে। নির্বাচিত হলে রাজশাহীসহ দেশের তৃণমূল ক্রিকেটের উন্নতি করার প্রতিশ্রুতি পাইলটের।

[৩] খেলোয়াড়ি জীবন থেকে বিদায় নেওয়ার পরও বরাবরই মাঠের মানুষ পাইলট। দীর্ঘ সময় ধরে তিনি যুক্ত আছেন খেলোয়াড় তৈরির কাজে। সত্যিকার অর্থেই কাজ করছেন তৃণমূল পর্যায়ে।

[৪] সেখানে কাজ করতে গিয়ে পাইলট দেখেছেন, কীভাবে এই পর্যায়ে আরও ভালো করা যায়, যা সমৃদ্ধ করবে দেশের ক্রিকেটকে। সেই অভিজ্ঞতাই নিংড়ে দিতে এবার তিনি দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থার নির্বাচনে।

[৫] পাইলট বলেন, ক্রিকেট মানে শুধু খেলোয়াড় নয়। ক্রিকেট নিয়ে একটি অবকাঠামো আছে, সেই অবকাঠামোতে কোচ আছে, আম্পায়ার আছে, ম্যানেজমেন্ট আছে। প্রত্যেক বিভাগে উন্নতি করতে চাই। গোটা বিশ্বেই তৃণমূল পর্যায়ে অ্যাকাডেমি আছে। ক্রিকেট বোর্ড তৈরি হওয়া ক্রিকেটার পায়। তার আগে খেলোয়াড় কোথাও না কোথাও তৈরি হচ্ছে। সেই অ্যাকাডেমিগুলোকে আর্থিকভাবে সাপোর্ট করতে না পারলেও মানসিক ও লজিস্টিকভাবে বোর্ড সাপোর্ট করতে পারে। এতে সেই জায়গা আরও উর্বর হবে।

[৬] তিনি আরো বলেন, ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নের উপায় তার জানা আছে, সেই জায়গাগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে। পুরো একটি বিভাগে এই প্রক্রিয়া কেমন হওয়া উচিৎ সেই ধারণা আমার আছে।

[৭]যদিও পাইলটকে নির্বাচিত হতে হবে ৮ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে। নির্বাচনে যদি জিততে না-ও পারেন, তার প্রত্যাশা- রাজশাহী বিভাগের নির্বাচিত পরিচালক প্রাধান্য দিবেন নিজের অঞ্চলকে।

[৮]পাইলট বলেন, আগামী চার বছরে আমরা কী কাজ করতে চাই এর কোনো প্রেজেন্টেশন নেই। আমি পুরো বাংলাদেশের জন্য এই প্রেজেন্টেশন তৈরি করতে চাই, আমার মাথায় আছে। যদি বোর্ডে আসার সৌভাগ্য হয়, কাগজ-কলমে প্রেজেন্টেশন করে, প্রত্যেক জেলায় আমি অন্যান্য দেশের মত ক্রিকেট সংস্কৃতি গড়ে তুলতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়