শিরোনাম
◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও) ◈ মার্চে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ  ◈ বিশ্বকাপ থে‌কে বাংলাদেশকে বাদ দেওয়া ক্রিকেটের জন্য বাজে দৃষ্টান্ত : এ‌বি ডি ভিলিয়ার্স ◈ ভোলা এলএনজির বিকল্প প্রস্তাব, সাশ্রয় হবে ৯ হাজার কোটি ◈ পশ্চিমবঙ্গকে বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে হাইকোর্টের হুঁশিয়ারি ◈ যুক্তরাজ্যে অতিদারিদ্রের সংখ্যা ৬৮ লাখ, ৫৩ শতাংশ বাংলাদেশি ◈ ভুয়া তথ্যে কানাডার ভিসার আবেদন: বস্তায় ভরে ৬০০ বাংলাদেশির পাসপোর্ট ফেরত ◈ বাংলাদেশে আসতে আগ্রহী পেপ্যাল ◈ ইরানের বিরুদ্ধে অভিযানে সৌদি আকাশসীমা ব্যবহারে যুবরাজ সালমানের নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:০২ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিঃসঙ্গতা থেকেই বিচ্ছেদের ঘটনা : ইভা

বিনোদন ডেস্ক: ‘নয় বছর সন্তানকে নিয়ে নিঃসঙ্গ দিন কা’টানোর পর সন্তান ও নিজের স্বাভাবিক ভবিষ্যৎ চিন্তা থেকেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি’ কথাটি বলেছেন সঙ্গীত শিল্পী ইভা। এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আবার বিয়ে করেছেন সঙ্গীত শিল্পী তিনি। তবে কেন ও কি কারণে মাহফুজুর রহমানের সাথে তার বিচ্ছেদ হলো সেই ব্যাখ্যায় এ বলেন তিনি।

ইভা বলেছেন, ‘২০১২ থেকে আম’রা সেপারেট থাকা শুরু করি। আমি আর আমা’র ছে’লে থাকতাম গুলশানে আর উনি থাকতেন বনানীতে। এভাবে একটি স’ম্পর্ক ঝুলে থাকতে পারে না। ৯ বছর চেষ্টা করেও স’ম্পর্ক স্বাভাবিক করতে পারিনি। এজন্য উনার অসহযোগিতা দায়ী।’

তিনি আরও বলেন, ‘নতুন স্বামীর কাছে গানের ব্যাপারে অনেক অনুপ্রেরণা পাচ্ছি।’ আগামীতে আরও গান করার আশা প্রকাশ করে ইভা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ট্রল করে আমাকে গানের পাখি বলেছেন। এতে হতাশ হয়েছি। তবে গঠনমূলক সমালোচনাকে আমি স্বাগত জানাই।’ পূর্ব বার্তা

উল্লেখ্য, গত ৪ জুন মাহফুজুর রহমানের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ডিভোর্স সার্টিফিকেট হাতে পান। এরপর গত ১৯ সেপ্টেম্বর ইভা’র গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইভা’র স্বামীর নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছে’লে। পেশায় ব্যবসায়ী। ইভা’র এ পর্যন্ত ৩০টি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবামের বাছাই করা কিছু গানের ভিডিও চিত্রায়ণ হয়েছে দেশে ও দেশের বাইরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়