শিরোনাম
◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন ◈ আজ শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ◈ আরপিও সংশোধনের ধাক্কা: বিএনপিতে যোগ দিতে বিলুপ্ত হচ্ছে ছোট দল? ◈ দেশজুড়ে শীতের দাপট বাড়বে, আসছে শৈত্যপ্রবাহ ‘কনকন’

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:০২ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিঃসঙ্গতা থেকেই বিচ্ছেদের ঘটনা : ইভা

বিনোদন ডেস্ক: ‘নয় বছর সন্তানকে নিয়ে নিঃসঙ্গ দিন কা’টানোর পর সন্তান ও নিজের স্বাভাবিক ভবিষ্যৎ চিন্তা থেকেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি’ কথাটি বলেছেন সঙ্গীত শিল্পী ইভা। এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আবার বিয়ে করেছেন সঙ্গীত শিল্পী তিনি। তবে কেন ও কি কারণে মাহফুজুর রহমানের সাথে তার বিচ্ছেদ হলো সেই ব্যাখ্যায় এ বলেন তিনি।

ইভা বলেছেন, ‘২০১২ থেকে আম’রা সেপারেট থাকা শুরু করি। আমি আর আমা’র ছে’লে থাকতাম গুলশানে আর উনি থাকতেন বনানীতে। এভাবে একটি স’ম্পর্ক ঝুলে থাকতে পারে না। ৯ বছর চেষ্টা করেও স’ম্পর্ক স্বাভাবিক করতে পারিনি। এজন্য উনার অসহযোগিতা দায়ী।’

তিনি আরও বলেন, ‘নতুন স্বামীর কাছে গানের ব্যাপারে অনেক অনুপ্রেরণা পাচ্ছি।’ আগামীতে আরও গান করার আশা প্রকাশ করে ইভা বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ট্রল করে আমাকে গানের পাখি বলেছেন। এতে হতাশ হয়েছি। তবে গঠনমূলক সমালোচনাকে আমি স্বাগত জানাই।’ পূর্ব বার্তা

উল্লেখ্য, গত ৪ জুন মাহফুজুর রহমানের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর ১৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ডিভোর্স সার্টিফিকেট হাতে পান। এরপর গত ১৯ সেপ্টেম্বর ইভা’র গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইভা’র স্বামীর নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছে’লে। পেশায় ব্যবসায়ী। ইভা’র এ পর্যন্ত ৩০টি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবামের বাছাই করা কিছু গানের ভিডিও চিত্রায়ণ হয়েছে দেশে ও দেশের বাইরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়