অনুপম দেব কানুনজ্ঞ, ফেসবুক থেকে: মোবাইল ফোনের পাশাপাশি স্পিকার, ট্যাবলেট, হেডফোন, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচসহ নানা ইলেক্ট্রনিক ডিভাইস এখন আমরা ব্যবহার করি। এইসবের একেক ব্র্যান্ডের একেক মডেলের একেক ধরনের চার্জার।
ইউরোপের গ্রাহকেরা এ নিয়ে প্রচণ্ড বিরক্ত। এজন্য ইউরোপীয় কমিশন একটি নতুন আইন করার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব অনুযায়ী সব ডিভাইসে ইউএসবি-সি টাইপের চার্জার ব্যবহারে বিভিন্ন প্রতিষ্ঠানকে বাধ্য করা হবে।
অন্যরা মোটামুটি মেনে নিলেও অ্যাপল এ নিয়ে একটু গাঁইগুঁই করছে।
আপনি কী মনে করেন? সব দেশেই কি এমন এক চার্জারে সব ডিভাইস চার্জ দেয়ার আইন হওয়া উচিত?
ছবি: ইউরোপীয় কমিশন