সুমাইয়া মিতু: [২] জ্বালানির মূল্যের ঊর্ধ্বগতির কারণে শীতকালীন জ্বালানির ব্যবহার নিয়ে চিন্তায় রয়েছে ইউরোপ। যুক্তরাষ্ট্রে, ফ্রান্স, স্পেইন, জানমানি এবং ইতালিতে প্রাকৃতিক গ্যাসের পাইকারিমূল্য সর্বাধিক। পরিবারের এবং ব্যবসা প্রতিষ্ঠানের জন্য জ্বালানির খরচ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। শীতের মৌষুমে বিদ্যুৎ উৎপাদন এবং তাপীয় ব্যবস্থার জন্য আরো অধিক জ্বালানি প্রয়োজন হবে। সিএনএন
[৩] ইউরোপের ভোক্তা অধিদপ্তর এর জ্বালানি বিষয়ক প্রধান জানান, সামনের শীতের সময় জ্বালানির খরচ স্বাভবিক ভাবেই বৃদ্ধিপাবে এবং জ্বালানির এমন মূল্য বৃদ্ধি আমাদেরকে হুমকিরমুখে ফেলবে। যুক্তরাষ্ট্রে, তাৎক্ষণিক সমস্যার কারণে বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহে ব্যাঘাত ঘটছে যা জ্বালানির মূল্য বৃদ্ধির অন্যতম একটি কারণ। সম্পাদনা: ফাহমিদুল কবীর