আসিফুজ্জামান পৃথিল: [২]বাংলাদেশে ৫ বছরের নিচের বয়সী ৩৬ শতাংশ শিশু কোনো না কোনো পর্যায়ের অপুষ্টিতে ভুগছে। ইউনিসেফ জানিয়েছে, ৬ থেকে ২৩ মাস বয়সী প্রতি ৩ শিশুর মধ্যে মাত্র একজন প্রয়োজনীয় শক্ত খাবার পায়। তবে বাংলাদেশ বিগত এক দশকে এই খাকে যথেষ্ঠ উন্নতি করেছে।
[৩] দরিদ্র পরিবারগুলোর মাত্র ২২ শতাংশ শিশুর খাদ্রতালিকায় ন্যুনতম বৈচিত্র রয়েছে। আর ধনী পরিবারগুলোতে এই হার ৪৮ শতাংশ। বাংলাদেশে বিদ্যমান অপুষ্টিজনিত সমস্যাগুলো হলো; পেট ফাঁপা, অতি ওজন, কম ওজনই প্রধান।
[৪] কোভিড-১৯ অতিমারির কারণে বিশ^জুড়েই শিশু অপুষ্টি বেড়ে গেছে। সেসঙ্গে কমেছে মাতৃদুগ্ধ উৎপাদনের পরিমাণও। তবে ডেটা বলছে বাংলাদেশের ক্ষেত্রে তা হয়নি। মাতৃদুগ্ধ্য পানে বিশে^ শীষেই রয়েছে বাংলাদেশ।