সাকিব এ চৌধুরী: বাংলাদেশের রাজনীতিতে এক বৈচিত্র্যময় পরিবার খান পরিবার। সমসাময়িক সময়ে ওয়াকিবহাল মহলে সকলের জানা শোনা দুটি নাম হচ্ছে রাশেদ খান মেনন এবং সেলিনা রহমান। দুই মেরুতে অবস্থান করা দুই রাজনৈতিক ব্যাক্তিত্ব রাজনীতির বাইরে আপন ভাই বোন। তাদের পিতা আব্দুল জব্বার খান ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার ও পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সভাপতি ছিলেন।
বাংলাদেশে এখন পর্যন্ত যেই তিনটি রাজনৈতিক দল ক্ষমতায় বসেছিল সেই তিনটি দলের সরকারের সাথেই ছিলো এই খান পরিবারের সর্ম্পক। বর্তমান ক্ষমতাসীনদের জোট সঙ্গী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন আওয়ামী লীগ সরকারের দুটি মন্ত্রালয়ের মন্ত্রী ছিলেন।
তার বোন বিএনপির স্থায়ী কমিটির একমাত্র মহিলা সদস্য (খালেদা জিয়া বাদে) সেলিনা রহমানও ছিলেন বিএনপি সরকারের সাবেক সংস্কৃতি মন্ত্রী। তাদের আরেক ভাই আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ খান যিনি আবু জাফর ওবায়দুল্লাহ নামে অধিক পরিচিত তিনি ছিলেন এরশাদ সরকারের কৃষি ও পানি সম্পদমন্ত্রী।
এছাড়াও তাদের আরেক ভাই ইংরেজি সাপ্তাহিক দৈনিক হলিডে ও দৈনিক নিউ এজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক এনায়েতুল্লাহ খান ছিলেন জিয়াউর রহমানের খনিজ সম্পদমন্ত্রী।
এই পরিবারের আরও ৩ সদস্য বাংলাদেশে বেশ পরিচিত মুখ। যথা: সাংবাদিক, কলাম লেখক ও চলচ্চিত্র নির্মাতা সাদেক খান। নিউ এজের চেয়ারম্যান শহিদল্লাহ খান বাদল ও বিশিষ্ট আলোকচিত্রী অ্যালেন খান।
প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী তারা মোট ৮ ভাই ও ৫ বোন। ভাইদের মধ্যে বাকি জন হলেন সুলতান মাহমুদ খান যিনি যুক্তরাষ্ট্র প্রবাসী স্থপতি এবং অস্ট্রেলিয়া সরকারের উচ্চ পদে চাকুরে আমানউল্লাহ খান।
ফেসবুক থেকে