মো. ইউসুফ মিয়া: [২] রাজবাড়ীতে বিদুৎস্পর্শে জামিল মোল্লা ( ২৪) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছে। নিহত ব্যাক্তির বাড়ী রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকার জালাল মোল্লার ছেলে। এ ঘটনায় মানিক নামের আরো এক মিস্ত্রি গুরুত্বর আহত হয়েছে।
[৩] ২২ সেপ্টেম্বর বুধবার বিকেলে সদর উপজেলার ভবদিয়ায় গ্লোবাল গোল্ডেন জুট এন্ড ক্রাফ্ট কারখানায় কাজ করছিলো কাজ করা অবস্থায় নিহত হয়েছে।
[৪] হৃদয় নামে এক স্থানীয় জানায়, গ্লোবাল গোল্ডেন জুট এন্ড ক্রাফ্ট কারখানায় গেইটে জামিল ও মানিক বিদুৎতের কাজ করছিলো। জামিল ছিলো গেইট এর উপরে। নিচ থেকে মানিক উপরে রড় দেওয়ার সময় অসাবধানতায় জামিল বিদুতের তার স্পর্শ করে। এতে দুজনেই গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা দুইজনকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জামিল কে মৃত ঘোষণা করে।
[৫] রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন এই নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।