শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৪ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জামিন পেলেন নওগাঁর পৌর মেয়রসহ তিন বিএনপি নেতা

আশরাফুল নয়ন : [২] সরকারি কাজে বাঁধা ও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ঘটনায় পৃথক মামলায় জামিন পেয়েছেন নওগাঁর পৌর মেয়র নজমুল হক সনিসহ তিন বিএনপি নেতা । বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২ টায় নওগাঁ জেলা ও দায়রা জজ এ.কে.এম. শহীদুল ইসলাম জামিন আদেশ দেন। নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনিসহ তিন বিএনপি নেতা পক্ষের আইনজীবী এ্যাড. মিনহাজুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] আদালত ও দলীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক ও নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গত সংসদ নির্বাচনে নওগাঁ সদর - ৫ আসনের দলীয় পার্থী জাহিদুল ইসলাম ধলু এবং পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মিজানুর রহমান (মিজান) সহ বিএনপির ওই তিন নেতা এর আগে হাইকোর্ট থেকে তিন মাসের জামিন নিয়েছিলেন।

[৪] সেই জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তাঁরা গত ১৬ সেপ্টেম্বর বিজ্ঞ চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

[৫] পুনরাই নওগাঁ জেলা জজ আদালতে জামিন আবেদন করেন। জামিন আবেদনের পেক্ষিতে বুধবার নওগাঁ জেলা ও দায়রা আদালতের জজ এ.কে.এম. শহীদুল ইসলাম সেই আবেদন মঞ্জুর করেন।

[৬] আসামিপক্ষের আইনজীবী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ জেড এম রফিকুল ইসলাম জানান, মামলার অন্য আসামিরা জামিনে আছেন। আশা করা হচ্ছিল আদালত আজকে এই তিন আসামিকেও জামিন দেবেন। আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেছেন।

[৭] প্রসঙ্গত, চলতি বছরের ৩০ মার্চ নওগাঁ শহরের কেডির মোড়ে বিএনপির নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। হেফাজতকর্মী নিহতের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করছিলেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

[৮]এতে অন্তত ১০ পুলিশ সদস্য ও বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। পরে ওই দিন সন্ধ্যায় আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তিসহ জনসাধারণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করে। দুই মামলায় ৫৭ জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাতনামা অর্ধশতধিক জনকে আসামি করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়