শিরোনাম
◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৪ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়াকাটায় দুই কিশোরকে প্রাণে বাঁচালেন টুরিস্ট পুলিশ

উত্তম কুমার: [২] পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে নেমে সাঁতার কাটছিল মোস্তাফিজুর রহমান (১৩) ও বাইজিদ (১৭) নামের দুই কিশোর। হঠাৎ করে জোয়ারের স্রোতে ভাসিয়ে নিয়ে যায় তাদের। তারা হাত উঁচু করে সাহায্য চায়। বাচাঁও বাচাঁও, হেল্প হেল্প এমন চিৎকার করে। বিষয়টি সৈকতে অবস্থানরত ট্যুরিষ্ট পুলিশ সদস্যদের কানে ভেসে আসে। এসময় কুয়াকাটা জিরো পয়েন্টে দায়ীত্বরত ট্যুরিষ্ট পুলিশ এস আই জুয়েলসহ চার পুলিশ সদস্য ওয়াটার বাইক নিয়ে ওই দুই কিশোরকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। মঙ্গলবার দুপুরের দিকে কুয়াকাটায় এমন ঘটনাটি ঘটে।

[৩] কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত কিশোর মোস্তাফিজুর রহমানের বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার নারকেল বাড়িয়া এলাকায়। এছাড়া অপর কিশোর বাইজিদের (১৭) বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। সোমবার সকালে তারা বন্ধুদের সাথে কুয়াকাটায় বেড়াতে এসেছিলেন।

[৫] কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট বলেন, ঝুঁকি নিয়ে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা এ কাজটি করেছে। এর ফলে দুই পর্যটক বড় ধরনে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। এ জন্য ট্যুরিস্ট পুলিশকে ধন্যবাদ জানাই।

[৬] কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, পর্যটকদের নিরাপত্তা দিতে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ বদ্ধপরিকর। এছাড়া জোয়ার ভাটার সময় মাইকিং করে পর্যটকদের সতর্ক করাসহ যে কোনো বিপদ থেকে পর্যটকদের নিরাপত্তায় সর্বদা কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়