শিরোনাম
◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল ◈ প্রতিবেশী সবার সঙ্গে ভবিষ্যতের ভিত্তি গড়াই সরকারের অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা ◈ আফটারশক কতটা বিপজ্জনক? কারণ, সময় ও সতর্কতা এক নজরে ◈ ৮০০ বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে, বড় ভূমিকম্প হবেই

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০২:২৭ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জালাল চৌধুরী ছিলেন ‘প্রশিক্ষকদেরও প্রশিক্ষক’

শরীফুল ইসলাম অপু : পত্রিকায় তাঁর প্রায়ই কলাম পড়তাম, উনার ক্রিকেট বিশ্লেষণী জ্ঞান ছিলো বিশ্বমানের। জালাল আহমেদ চৌধুরী ব্যক্তিতে আটকে না থেকে ঘটনায় ঢুকতেন, পাঠকদের জানাতে চেষ্টা করতেন উনার পাখির চোখে যা দেখছেন তাই। উনার লিখায় ক্রিকেট শিল্প আকারে সামনে আসতো, কত খুঁটিনাটি ব্যাপার গুলোকে তিনি অন্যরূপ দিতেন, যা সাধারণের চোখে দেখার সুযোগ নেই। আমার মতো আরো অনেকে সেসব পড়ে সমৃদ্ধ হতো, এরমধ্যে ক্রীড়ালেখকের সংখ্যাও নেহাৎ কম নয়। ঢাকাপোস্ট

একজন ক্রিকেট প্রশিক্ষক হিসেবে তিনি ছিলেন ‘প্রশিক্ষকদের প্রশিক্ষক’, শুধু খেলোয়াড় সৃষ্টিই নয়, খেলোয়াড়ের আপাদমস্তক দেখতেন তিনি। জাতীয় পর্যায়ে সহ দেশের আনাচে-কানাচে ক্রিকেটার সৃষ্টিতে কাজ করছে অসংখ্য কোচ, এই কোচদের গড়ে তুলতে এই মানুষটির অবদান ‘জাতীয় পুরস্কার পাবার’ মতোই। উনার জগতের সবাইকে তিনি ধারণ করতে জানতেন, নিজের মতো করে ভাবতে পারতেন। ভুল করলে ধরিয়ে দিতেন, অসংলগ্ন কিছু দেখলে বুঝিয়ে দিতেন। বিনয় ও যোগাযোগ দক্ষতায় তিনি অনুকরণীয়। তিনি ছিলেন আজন্ম মাঠের মানুষ, সত্যিকারের কিংবদন্তি।

মৃত্যু অনিবার্য জিনিস, কিন্তু কিছু মানুষের বেঁচে থাকায় শুধু মানুষ নয়, দেশ সমৃদ্ধ হয়। জালাল আহমেদ চৌধুরী তেমনি একজন, এদেশের ক্রিকেটকে তিনি সমৃদ্ধ করে গেছেন আমৃত্যু। উনার মতো শুদ্ধ চোখে এদেশের ক্রিকেটকে আর কেউ দেখেছে কিনা, জানা নেই।

আমরা ছোট্ট শহরে ছোট্ট ভাবে ক্রিকেটের সাথে সম্পৃক্ত,উনার সান্নিধ্য খুব একটা পাইনি বললেই হয়। তবুও দূর থেকে আমাদের কাছেও তিনি ‘স্যার’, পরম শ্রদ্ধেয়। এটি তিনি তাঁর ব্যক্তিত্ব ও জ্ঞান দিয়ে অর্জন করেছেন। ভালো থাকবেন স্যার, এদেশের ক্রিকেট আজ যতটুকু, এতে আপনার নামটা অম্লান হয়ে আছে, থাকবে চিরদিন।

লেখক : ক্রীড়া লেখক ও সার্টিফায়েড ক্রিকেট আম্পায়ার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়