শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৩ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২১, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ও উপসর্গে তিন জেলায় ৯ জনের মৃত্যু

সাদেক আলী: [৩] রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও পাবনার একজন করে মারা গেছে। আর করোনা নেগেটিভ হয়ে মারা গেছে নওগাঁর একজন।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৬ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৮৬ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৪ দশমিক ২১ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ৫ দশমিক ৭৪ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে। আরটিভি নিউজ

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৪ জন এবং করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় আরেকজন মারা গেছেন। এই এক দিনে ৩ জন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যা-কেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

তিনি আরও জানান, ২৪০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১২২ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১২৪। বর্তমানে রাজশাহীর ৫৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৯ জন, নাটোরের ১৩ জন, নওগাঁর ১৫ জন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার ৩ জন, চুয়াডাঙ্গার একজন এবং সিরাজগঞ্জের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এদিকে হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৫ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২৭ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৩ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন।

[৩] ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে কোন মৃত্যু হয়নি। তবে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, চলতি মাসে এ হাসপাতালে করোনা ও উপসর্গে ৮০ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই ও আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ৯০১ জন মারা গেছেন।

করোনা উপসর্গে নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাতেম আলী (৫৫) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার বিলকিস (৫৫)।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৫ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০০ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ১৩ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৮ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩১৮টি নমুনা পরীক্ষায় ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬.৯২ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৭৯৩ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৪৬ জন।

[৪] দিনাজপুর: দিনাজপুর জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। একই সময় আরো ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

দিনাজপুর সিভিল সার্জন মোহাম্মদ আব্দুল কুদ্দুস মঙ্গরবার (২১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নমুনা পরীক্ষায় ২৪ ঘণ্টায় ১৮৩ জনের মধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলায় এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জনে। মোট আক্রান্ত ১৪ হাজার ৫৮৩ জন।

২৪ ঘণ্টায় ১২ জনসহ এপর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৪ হাজার ২০৪ জন। বর্তমানে রোগী রয়েছেন ৯১ জন। সর্বশেষ করোনা শনাক্তের হার ৫.৪৬।

  • সর্বশেষ
  • জনপ্রিয়