শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২০ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ম্যাচ শুরুর আগে দলের সবাইকে শুভকামনা জানিয়েছেন শাহরুখ খান

স্পোর্টস ডেস্ক : [২] আবু ধাবিতে সোমবার ২০ সেপ্টেম্বর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে দ্বিতীয় দফার যাত্রা শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। শেষ সাত ম্যাচের পাঁচটিতে হেরে প্লে-অফের রাস্তা বেশ কঠিন নাইটদের সামনে। আসন্ন সাত ম্যাচে ছ’টি জেতার জন্য মরিয়া আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা।

[৩] ক্রিকেটারদেরকে বার্তা দিয়ে জয়ের তাগিদ আরও বাড়িয়ে তুলেছেন কলকাতা ফ্রাঞ্চাইজির কর্ণধার শাহরুখ খান।

[৪] শাহরুখ খান বলেন,মনে রেখো তোমরা প্রত্যেকে একজন নাইট। শেষ পর্যন্ত লড়াই করো। এই আকাশ তোমাদের।

[৫] দলের উপর ভরসা রাখার পাশাপাশি কিং খান মনে করেন মরুদেশে ঘুড়ে দাঁড়াবে কেকেআর। শুটিংয়ের কারণে প্রথম ম্যাচে মাঠে থাকতে না পারলেও, দলকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ। তার আগে একটি ভিডিও শেয়ার করেছেন কিং খান।

[৬] শাহরুখের এই বার্তায় আরসিবির বিপক্ষে নামার আগে আরও উজ্জীবিত নাইটরা। অধিনায়ক মরগ্যান জানিয়েছেন, আমরা পিছন ফিরে তাকাতে চাই না। দলের প্রত্যেকে আগামী সাতটি ম্যাচে ভাল খেলার জন্য মরিয়া। সবার মধ্যে জেতার ক্ষিদে লক্ষ্য করতে পারছি। প্রথম দফার সাত ম্যাচের প্রভাব আর কারও মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না।

[৭] প্রথম পর্বে আরসিবির বিপক্ষেও হারতে হয়েছিল কেকেআরকে। দ্বিতীয় পর্বে সেই বদলা নিয়েই জয়ের ধারায় ফিরতে মরিয়া ২ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। - জি নিউজ / সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়