খালিদ আহমেদ: [২] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের ঘটনা সাংবাদিকদের ভয় দেখানোর আরও একটি নতুন মাত্রা।
[৩] তিনি বলেন, বর্তমান কর্তৃত্ববাদী সরকারের দমন-নিপীড়ন থেকে সাংবাদিকরাও রেহাই পাচ্ছেন না। সত্য প্রকাশে নির্ভীক সাংবাদিকদের বিভিন্ন উপায়ে টুঁটি চেপে ধরার পর এখন জাতীয় প্রেসক্লাব, বিএফইউজে, ডিইউজে ও ডিআরইউ-এর সভাপতি ও সাধারণ সম্পাদকদের ব্যাংক হিসাব তলবের মাধ্যমে সাংবাদিকদের মাঝে ভীতি ও আতঙ্ক সৃষ্টির এটি আরও একটি নতুন কৌশল-যা উদ্দেশ্যমূলক।
[৪] নজিরবিহীন এ ঘটনা স্বাধীন সাংবাদিকতা এবং মত প্রকাশের বিরুদ্ধে চরম হুমকি কলে উল্লেখ করেন মির্জা ফখরুল।
[৫] দেশ আওয়ামী দুঃশাসনের লীলাভূমিতে পরিণত হয়েছে অভিযোগ করে তিনি বলেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বর্তমান ভোটারবিহীন সরকার কেবলমাত্র বিএনপিসহ বিরোধী দলীয় নেতা কর্মী, মানবাধিকার কর্মী ও বিরুদ্ধ মতাদর্শের নাগরিকদের ওপরই জুলুম-নির্যাতন চালাচ্ছে না।
[৬] আজ এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।