শিরোনাম
◈ আন্তর্জতিক প্রী‌তি ম‌্যা‌চে বাংলাদেশকে ৩-০ গোলে হারলো থাইল্যান্ড ◈ রাজধানীর শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ (ভিডিও) ◈ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে যুবদল নেতা গুলিবিদ্ধ ◈ মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ◈ শান্তি ও সহযোগিতার আকাঙ্ক্ষা পূরণে জাতিসংঘকে হতে হবে আরও গতিশীল ও অন্তর্ভুক্তিমূলক: ড. মুহাম্মদ ইউনূস ◈ ওমরাহ যাত্রায় এখন থেকে রিটার্ন টিকিট বাধ্যতামূলক: নতুন নির্দেশনায় কড়াকড়ি সৌদি কর্তৃপক্ষের ◈ আগামী নির্বাচনে যাদের জয়ী হবার কোনো সম্ভবনা নেই তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মির্জা আব্বাস ◈ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ছাড়া বিকল্প নেই: সুপ্রদীপ চাকমা ◈ শাহবাগে আর্থিক লেনদেন বিরোধে এনসিপি'র দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ ◈ তারেক রহমান ফিরবেন নভেম্বরে, চলতি মাসেই ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৮ বিকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রমিকসহ দরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করছে ডাইফ

শরীফ শাওন: [২] প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকসহ অসহায় ও দরিদ্র মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

[৩] শনিবার মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বানারি বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে উক্ত মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডাইফ-এর ছয় জন এমবিবিএস ডাক্তারের মাধ্যমে সহস্রাধিক শ্রমিককে বিনা মূল্যে প্রেসক্রিপশন ও ঔষধ প্রদান করা হয়।

[৪] ডাইফ কর্তৃপক্ষ জানায়, মুজিববর্ষ উপলক্ষ্যে অধিদপ্তরের বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে দেশব্যাপী উপমহাপরিদর্শকের কার্যালয়ের মাধ্যমে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর কার্যালয়ে মেডিক্যাল ক্যাম্প ক্যাম্প আয়োজন করা হয়েছে। ময়মনসিংহ, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, খুলনা অঞ্চলে আয়োজন করা হবে।

[৫] মেডিক্যাল ক্যাম্পে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আজহারুল ইসলাম খান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক (মুন্সিগঞ্জ) জুলিয়া জেসমিন। মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন টংগিবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সমাজকর্মীরা মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়