শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪২ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে প্রাইভেটকার থেকে ১১কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৫

আবু মুত্তালিব: [২] বগুড়ার আদমদীঘিতে র‌্যাব-৫ অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় দুই নারীসহ পাঁচ জনকে গ্রেপ্তার ও তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। গত শনিবার রাতে সান্তাহার রেলগেট বটতলি নামক স্থানে রাস্তার উপড় থেকে তাদের গ্রেপ্তার করেন।

[৩] গ্রেপ্তারকৃতরা হলো, ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোরঙ্গগোলা গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে আব্দুর রহিম (৩২), কুল্লাপাথর গ্রামের শাহ আলমের ছেলে শুভ চৌধুরী (২১), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বেরুলী গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে রুবেল (২৫), কুমিল্লা জেলার সদর দক্ষিন কুমিল্লা উপজেলার সালমানপুর গ্রামের আশরাফুল আলীর স্ত্রী নুরজাহান সুমি (২৫) ও মাগুরা জেলার স্ত্রীপুর উপজেলার বড়ইচড়া গ্রামের ইউসুফ মোল্লার মেয়ে সুমাইয়া আক্তার লায়লা (২৭)।

[৪] এ ব্যাপারে গতকাল রোববার সকালে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের উপ-পরিদর্শক আবুল কালাম বাদি হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।

[৫] আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন জানান, ঢাকা মেট্রো-গ ৩৭-৫৫৪২ নম্বর একটি প্রাইভেট কারে মাদকদ্রব্য আসছিল। এমন গোপন সংবাদের ভিক্তিতে গত ১৮ সেপ্টেম্বর শনিবার রাত পৌনে ৯টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের টহল সদস্যরা সান্তাহার রেলগেট বটতলি নামকস্থানে প্রাইভেট কারটি থামিয়ে তল্লাশি করেন। এসময় কারের ভিতর দুইটি পৃথক ব্যাগে রাখা প্রায় ১ লাখ টাকা মূলের ১১ কেজি গাঁজা উদ্ধার করেন।

[৬] এসময় দুই নারী মাদক ব্যবসায়ীসহ উল্লেখিত ৫জনকে গ্রেপ্তার করে। তাদের নিকট থেকে নগদ ১ হাজার টাকা, ৮টি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড জব্দ করেন। র‌্যাব-৫ জানায়, প্রাইভেট কার যোগে মাদক কারবারী চক্রটি কুমিল্লা থেকে গাঁজার চালান নিয়ে নওগাঁ যাবার সময় ওই স্থানে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের গতকাল রবিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়