শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৬ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিকেটাররা এখন যা খুশি তাই করে, কোহলির পদত্যাগে বিরক্তির সুর কপিল দেবের গলায়

স্পোর্টস ডেস্ক : [২] আইপিএলের দ্বিতীয় ভাগের পুনরারম্ভ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, ইংল্যান্ড সফরের বিতর্ক, সবকিছু ছাপিয়ে বর্তমানে চর্চার মুখ্য বিষয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিরাট কোহলির ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে ভারতীয় অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানো। এই সিদ্ধান্তে নানা মুনির নানা মত। তবে বিরাটের এহেন আকস্মিক ঘোষণায় খানিকটা বিরক্তই হয়েছেন কিংবদন্তী ক্রিকেটার কপিল দেব।

[৩] এবিএফ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক দাবি করেন, আমি এমনটা হবে তা কল্পনাও করতে পারিনি। আমার এটা ভেবে অদ্ভুতই লাগে যে বর্তমানে ক্রিকেটাররা নিজের মনমর্জি মতো যা খুশি তাই করে। আমার মনে হয় ক্রিকেটাদের এমন কোন সিদ্ধান্তের আগে বোর্ড ও নির্বাচকদের সঙ্গে কথা বলা উচিত এবং এই বিষয়ে নির্বাচকদেরও মতামত নেওয়া উচিত। এত তাড়াহুড়ো করে এই সিদ্ধান্ত নেওয়ার কোন প্রয়োজন ছিল না। যদি একটা মওশুম খারাপও যায়, তাহলে ক্রিকেটার ও অধিনায়ক হিসাবে ওর (কোহলির) মহত্ব কোন অংশে কমে যায় না।

[৪] তবে কোহলি নিজের পোস্টে স্পষ্টভাবেই লিখেছিলেন তিনি বহুদিন ধরেই ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এই বিষয়ে সহ-অধিনায়ক রোহিত শর্মা, কোচ রবি শাস্ত্রী ও বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, সকলকেই তিনি আগে থেকে জানিয়েছিলেন। পাশপাশি অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসাবে কোহলি নিজের চাপের বোঝা হালকা করার কথাও জানান। খুব একটা খুশি না হলেও কপিল দেব বিরাটকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান এবং কোহলির ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মানও প্রদর্শন করেন। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়