শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৯ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৯:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামীকাল ১৬১ ইউপি ও ৯ পৌরসভার ভোট

মাজহারুল ইসলাম : [২] সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। সোমবার দেশের ৬টি জেলার ২৩টি উপজেলার ১৬১ ইউপি ও ৯টি পৌরসভার ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী শনিবার রাত ১২টার পরই নির্বাচনের প্রচার শেষ।

[৩] নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানান, এ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনী এলাকায় সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন। প্রতি কেন্দ্রে নিয়োজিত করা হয়েছে ২২ জন ফোর্স।

[৪] করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রত্যেক ভোট কেন্দ্রে স্যানিটাইজার রাখা হবে। নির্বাচনী এলাকায় কোন সাধারণ ছুটি থাকছে না। তবে নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কর্মকর্তা-কর্মচারীরা সাধারণ ছুটির আওতায় থাকবেন।

[৫] নির্বাচন কমিশন প্রথম ধাপে দেশের ১৯টি জেলার ৬৪টি উপজেলার ৩৭১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করেছিল। ঘোষিত তফসিল অনুযায়ী ১১ এপ্রিল এসব নির্বাচন হওয়ার কথা ছিল। তবে করোনা সংক্রমণের কারণে ওই নির্বাচন স্থগিত করা হয়। পরে ২১ জুন স্থগিত ইউপির মধ্যে ২০৪টির ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকি ১৬৭টির মধ্যে ৬টি ছাড়া ১৬১টি ইউপি ও ৯টি পৌরসভার ভোট সোমবার অনুষ্ঠিত হবে।

[৬] চেয়ারারম্যান পদে প্রার্থীর মৃত্যুজনিত কারণে ৫টি এবং বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভোট আপাতত হচ্ছে না।

[৭] নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানান, এ মাসের শেষদিকে অনুষ্ঠিত সভায় বাকি ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচনের তফসিলের বিষয়ে সিদ্ধান্ত হবে। কমিশন সিদ্ধান্ত নিয়েছে এ বছর ডিসেম্বরের মধ্যে দেশের চার হাজার ইউপি নির্বাচন শেষ করবে। তবে কয়টি ধাপে নির্বাচন শেষ হবে এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়