শিরোনাম
◈ জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট! ◈ বাংলাদেশকে যে সুখবর দিয়েছে কুয়েত সরকার ◈ ১৩তম সংসদ নির্বাচন: বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের নকশা বদলাচ্ছে নির্বাচন কমিশন ◈ নির্বাচনি ইশতেহার: প্রতিশ্রুতির কাগজ, নাকি জবাবদিহিতার হাতিয়ার? ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই‌য়ে সিলেট টাইটান্স‌কে হারিয়ে ‌বি‌পিএ‌লের কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্স ◈ মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান (ভিডিও) ◈ ১০ দলীয় জোটে ভাঙন: ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোয় ৪৭ আসনে সমঝোতার নতুন হিসাব ◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারত ◈ বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল ◈ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩১ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী ২৮ সেপ্টেম্বর জন্মদিনে শেখ হাসিনার নেতৃত্বের চার দশক: স্মারকগ্রন্থ ও ক্রোড়পত্র প্রকাশ করবে আওয়ামী লীগ

মনিরুল ইসলাম: [২] ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বের চার দশক ও ২৮ সেপ্টেম্বর ৭৫তম জন্মদিন উপলক্ষে একটি স্মারক গ্রন্থ ও ক্রোড়পত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

[৩] শনিবার দলটির সম্পাদকমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

[৪] আরো জানা যায়, স্মারকগ্রন্থে শেখ হাসিনার চার দশকের নেতৃত্বে দল ও দেশের জন্য তার অবদান, কর্মজীবনের নানা অধ্যায় উঠে আসবে। এছাড়াও এ নিয়ে একটি ক্রোড়পত্র প্রকাশ করবে দলটি। এসবের সমন্বয়ের জন্য দলের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

[৫] এছাড়াও জন্মদিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শেখ হাসিনার জীবন ও কর্মের ওপর আলোচনা সভারও আয়োজন করা হবে।

[৬] বৈঠকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং শেখ হাসিনার নেতৃত্বের চার দশক পূর্তির বছরে তার জন্মদিন একটু বর্ণাঢ্য ও স্মরণীয় রাখার মতো করে উদযাপন করতে আলোচনা হয়।

[৭] বৈঠকে ৯ সেপ্টেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় গৃহীত সিদ্ধান্তাবলী বাস্তবায়নের কার্যপদ্ধতি, নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। ওই বৈঠকের সিদ্ধান্ত ছিল- সারাদেশের সংগঠনকে গতিশীল করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ, সেমিনার করে অংশীজনের মতামত নিয়ে নির্বাচনী ইশতেহার প্রণয়ন এবং দলের সব পর্যায়ের দ্বন্দ্ব-কোন্দল নিরসন করা। এসব কি ভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে উপস্থিত নেতারা বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়