শিরোনাম
◈ একপাক্ষিক নির্বাচনের শঙ্কা জামায়াত- এনসিপির, কী বলছে ইসি? ◈ স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ এলপিজি নিয়ে সংকট: বৃহস্পতিবার থেকে বিক্রি বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ী সমিতির ◈ জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয় ◈ বি‌পিএল, সিলেট টাইটান্স‌কে হারিয়ে আবার শী‌র্ষে চট্টগ্রাম রয়‌্যালস ◈ ট্রাম্প ভেনেজুয়েলার যা করেছেন, চাইলে বাংলাদেশেও করুন, কিন্তু খেলোয়াড় কেন: জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ◈ এবার লিটন দাসের চুক্তিও বাতিল করল ভারতীয় প্রতিষ্ঠান! ◈ বড় বাজারে অর্ডার কম, নতুন বাজারেও ধাক্কা: পোশাক রফতানিতে চ্যালেঞ্জ ◈ এবারের নির্বাচন লাইনচ্যুত রেলকে লাইনে ফেরানোর চেষ্টা: নির্বাচন কমিশনার সানাউল্লাহ ◈ রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৩১ সকাল
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী ২৮ সেপ্টেম্বর জন্মদিনে শেখ হাসিনার নেতৃত্বের চার দশক: স্মারকগ্রন্থ ও ক্রোড়পত্র প্রকাশ করবে আওয়ামী লীগ

মনিরুল ইসলাম: [২] ১৯৮১ সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বের চার দশক ও ২৮ সেপ্টেম্বর ৭৫তম জন্মদিন উপলক্ষে একটি স্মারক গ্রন্থ ও ক্রোড়পত্র প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

[৩] শনিবার দলটির সম্পাদকমণ্ডলীর সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

[৪] আরো জানা যায়, স্মারকগ্রন্থে শেখ হাসিনার চার দশকের নেতৃত্বে দল ও দেশের জন্য তার অবদান, কর্মজীবনের নানা অধ্যায় উঠে আসবে। এছাড়াও এ নিয়ে একটি ক্রোড়পত্র প্রকাশ করবে দলটি। এসবের সমন্বয়ের জন্য দলের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

[৫] এছাড়াও জন্মদিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শেখ হাসিনার জীবন ও কর্মের ওপর আলোচনা সভারও আয়োজন করা হবে।

[৬] বৈঠকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং শেখ হাসিনার নেতৃত্বের চার দশক পূর্তির বছরে তার জন্মদিন একটু বর্ণাঢ্য ও স্মরণীয় রাখার মতো করে উদযাপন করতে আলোচনা হয়।

[৭] বৈঠকে ৯ সেপ্টেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় গৃহীত সিদ্ধান্তাবলী বাস্তবায়নের কার্যপদ্ধতি, নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। ওই বৈঠকের সিদ্ধান্ত ছিল- সারাদেশের সংগঠনকে গতিশীল করে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ, সেমিনার করে অংশীজনের মতামত নিয়ে নির্বাচনী ইশতেহার প্রণয়ন এবং দলের সব পর্যায়ের দ্বন্দ্ব-কোন্দল নিরসন করা। এসব কি ভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে উপস্থিত নেতারা বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়