শিরোনাম
◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত ◈ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে 

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫৪ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিকদের বয়সের সঙ্গে বাড়ছে রোবটের ব্যবহার!

অনলাইন ডেস্ক: বিশ্বের অনেক জায়গাতেই কাজের জন্য রোবটের ব্যবহার আগের চেয়ে অনেক বেড়েছে। বিশেষ করে যেখানে একজন কর্মী সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধ হন, তার বয়স বাড়ে আর কর্মক্ষমতা কমে। সেখানে রোবট নিয়োগ দিলে বা রোবট দিয়ে কাজ চালানো গেলে সে ভয় আর থাকে না। ফলে স্বাভাবিকভাবেই যেখানে সম্ভব সেখানে মানুষের বদলে রোবট প্রতিস্থাপন করা হচ্ছে। সাম্প্রতিক এক গবেষণায় এমনটিই উঠে এসেছে। খবর রয়টার্স।

গবেষণায় বিশ্বের ৬০টি দেশের জনসংখ্যাতাত্ত্বিক ও শিল্প খাতের তথ্য বিশ্লেষণ করা হয়। সেখানেই দক্ষ কর্মীর সক্ষমতা কমে যাওয়ার বিষয় এবং এর বদলে রোবট ব্যবহার করলে কেমন সুবিধা পাওয়া যেতে পারে তার ধারণা উঠে আসে। বিশেষ করে শিল্প খাতে সুবিধার বিষয়টি তুলে ধরা হয়।

দেখা গেছে, যেসব দেশ বেশি রোবট ব্যবহার করে সেখানে বয়স্ক কর্মীর সংখ্যা বেশি। এ বিষয়ে সহগবেষক ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অর্থনীতিবিদ ড্যারন এসমোগ্লু বলেন, এ গল্পের বড় অংশজুড়ে রয়েছে বয়স হয়ে যাওয়া।

দক্ষিণ কোরিয়া ও জার্মানি বিশ্বের সবচেয়ে বেশি কর্মী রোবট নিয়োগ দিয়েছে। বলা হয়, একজন মানুষের বিপরীতে কর্মী হিসেবে রোবট ব্যবহারে দ্রুততম হলো এ দুটি দেশ। এসমোগ্লু বলেন, সফটওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো বেশকিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশাল প্রযুক্তিগত সুবিধা রয়েছে। কিন্তু রোবট তৈরির ক্ষেত্রে বা কর্মী হিসেবে রোবট ব্যবহারের ক্ষেত্রে তারা এখনো সে পরিমাণ এগোতে পারেনি। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে জার্মানি ও জাপান। সম্প্রতি দক্ষিণ কোরিয়াও এ বিষয়ে দারুণভাবে এগিয়ে গেছে। বিশ্বের ১৫টি শীর্ষ রোবোটিকস কোম্পানির মধ্যে সাতটিই জাপানভিত্তিক। আর সাতটি রয়েছে জার্মানিতে।

গবেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতির মধ্যেও তারা একই ধরন খুঁজে পেয়েছেন। বিশেষ করে মেট্রোপলিটন এলাকায় যেখানে বয়স্ক কর্মীর সংখ্যা বেশি। সেখানে ১৯৯০ সালের পর থেকেই রোবটের ব্যবহার বেশি।

যুক্তরাষ্ট্রের ৭০০ মেট্রোপলিটন এলাকায় জরিপ করে এবং সেখানকার রোবট ইন্টিগ্রেটর সংস্থাগুলোর তথ্য থেকে দেখা যায়, তারা যেসব রোবট তৈরি করে সেগুলো মূলত শিল্প খাতে ব্যবহার হয়। মূলত স্থানীয় রোবোটিক কাজগুলোকে এসব রোবট সহায়তা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়