শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪০ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঐতিহ্যবাহী হাঁস খেলা দেখতে উৎসুক মানুষের ভীড়

আনোয়ার হোসেন: [২] ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নে নবজাগরণ সমবায় সমিতির আয়োজনে ঐতিহ্যবাহি হাঁস খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮সেপ্টেম্বর) দুপুরে খনগাঁও ইউনিয়নের জশাইপাড়া নামক এলাকায় খেলাটি অনুষ্ঠিত হয়।

[৩] বাঁশিতে ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে পুকুরের মাঝখানে একটি হাঁস ছেড়ে দেওয়া হয়। এরপর শুরু হয় হাঁসটিকে ধরার প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরু হয়ে চলে বেশ কয়েকটি পর্বে।

[৪] একেকটি পর্ব চলে প্রায় ২০ মিনিটের মত। এভাবেই দাপাদাপিতে শেষ পর্বে অবশেষে খেলায় অংশগ্রহণ কারী এক যুবকের হাতে ধরা দেয় হাঁসটি। সেই সাথে উৎসুক মানুষ করতালি দিয়ে অভিনন্দন জানান তাঁকে। সেই যুবকটিও হাঁসটি দুই হাতে তুলে ধরে অভিনন্দনের জবাব দেন।

[৫] সমিতির সদস্য ও আয়োককারী হাবিবুর রহমান জানায়, গ্রাম এলাকার ঐতিহ্যবাহী অনেক খেলা আজ হারিয়ে যেতে বসেছে। বিশেষ করে করোনাকালিন সময় মানুষজন বিনোদন পাচ্ছেনা। তাই আনন্দ উপভোগ করার জন্য মজার খেলা হাঁস ধরা প্রতিযোগিতার উদ্দ্যোগ নেওয়া হয়। এই খেলার ১ম পর্ব সকাল দশটায় থেকে শুরু হয়ে দিন ব্যাপী চলছে প্রায় শতাধিক প্রতিযোগী অংশ নেন। আর খেলা উপভোগ করেন কয়েক শত মানুষ।

[৬] খেলাটি উদ্বোধন করেন খনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাহেব আলী, সাবেক সভাপতি আলী হোসেন প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়