শিরোনাম
◈ গণ‌ভোট নি‌য়ে রাজনী‌তির মাঠ গরম, অথচ গণভোটের বিষয়গুলো বুঝতে পারছেন না ভোটাররা ◈ এক ম‌্যাচ আ‌গেই শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ওয়ান‌ডে সিরিজ জিত‌লো পাকিস্তান  ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে বিশ্বকাপে চোটের নাটক করেছিলেন আফগানিস্তান ক্রিকেটার গুলবা‌দিন নাইব ◈ ভুল নেতৃত্বে অশান্তি–সহিংসতায় তলিয়ে যাচ্ছে আওয়ামী লীগ, দিকহীনতা, হতাশা ও ক্ষোভে ফুঁসছে ত্যাগী নেতাকর্মীরা ◈ হাতজোড় করে শ্রীলঙ্কা দলকে ধন্যবাদ জানালেন ‌পি‌সি‌বি সভাপ‌তি মহ‌সিন নকভি ◈ সাগর থেকে মাছ আহরণে এগিয়ে ভারত-মায়ানমার, পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ◈ চীনে ৭০ বছরে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার ◈ এলডিসি উত্তরণের পরও বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে ডব্লিউটিও ◈ রেমিট্যান্স বাড়ছে, শ্রম রপ্তানি কমছে: অস্বাভাবিক প্রবাহে নতুন প্রশ্ন ◈ জুলাই সনদ ও গণভোট নিয়ে দলগুলোর মধ্যে এখনো দূরত্ব

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪০ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২১, ০৬:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঐতিহ্যবাহী হাঁস খেলা দেখতে উৎসুক মানুষের ভীড়

আনোয়ার হোসেন: [২] ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নে নবজাগরণ সমবায় সমিতির আয়োজনে ঐতিহ্যবাহি হাঁস খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮সেপ্টেম্বর) দুপুরে খনগাঁও ইউনিয়নের জশাইপাড়া নামক এলাকায় খেলাটি অনুষ্ঠিত হয়।

[৩] বাঁশিতে ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে পুকুরের মাঝখানে একটি হাঁস ছেড়ে দেওয়া হয়। এরপর শুরু হয় হাঁসটিকে ধরার প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরু হয়ে চলে বেশ কয়েকটি পর্বে।

[৪] একেকটি পর্ব চলে প্রায় ২০ মিনিটের মত। এভাবেই দাপাদাপিতে শেষ পর্বে অবশেষে খেলায় অংশগ্রহণ কারী এক যুবকের হাতে ধরা দেয় হাঁসটি। সেই সাথে উৎসুক মানুষ করতালি দিয়ে অভিনন্দন জানান তাঁকে। সেই যুবকটিও হাঁসটি দুই হাতে তুলে ধরে অভিনন্দনের জবাব দেন।

[৫] সমিতির সদস্য ও আয়োককারী হাবিবুর রহমান জানায়, গ্রাম এলাকার ঐতিহ্যবাহী অনেক খেলা আজ হারিয়ে যেতে বসেছে। বিশেষ করে করোনাকালিন সময় মানুষজন বিনোদন পাচ্ছেনা। তাই আনন্দ উপভোগ করার জন্য মজার খেলা হাঁস ধরা প্রতিযোগিতার উদ্দ্যোগ নেওয়া হয়। এই খেলার ১ম পর্ব সকাল দশটায় থেকে শুরু হয়ে দিন ব্যাপী চলছে প্রায় শতাধিক প্রতিযোগী অংশ নেন। আর খেলা উপভোগ করেন কয়েক শত মানুষ।

[৬] খেলাটি উদ্বোধন করেন খনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাহেব আলী, সাবেক সভাপতি আলী হোসেন প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়